আসসালামু-আলাইকুম টেকটিউনস বন্ধুরা। সবাইকে ঈদের শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভাল আছি।
আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম Super Beam Pro . প্রো তাই ফুল ভার্সান। আমরা যারা এন্ডয়েড ইউস করি তারা প্রায় সবাই ফাইল শেয়ার করার জন্য শেয়ার ঈট বা এনি শেয়ার ইউস করি। এটা আসলে অনেক আগে থেকেই ফাইল ট্রান্সফরের জন্য ব্যবহার করা হয়। কিন্তু ইদানিং শেয়ার ইট এর নতুন ভার্সন প্রতিনিয়ত বের হচ্ছে আর এর সাথে দেখা যাচ্ছে যে শেয়ার ইট ফাইল ট্রান্সফর করার সময় বার বার ডিসকানেক্ট হয়ে যায়।তাই এটা আর আগের মত নেই। এর জন্য আমি নিয়ে এলাম সুপার বিম। এতে কোনো প্রকার নেট ডিসকানেক্ট হবার সম্ভাবনা নেই। আর স্পীড শেয়ার ইট এর থেকেও ভাল। তাই আর ডেরি না করে এখুনি ডাউনলোড করে নিন। প্লে স্টোরে ট্রাইল ভার্সন আছে, আমার দেয়া ফাইল টা ফুল ভার্সন।
লিঙ্ক কাজ করবে, তাই লিঙ্ক কাজ করে না টাইপের টিউমেন্ট করবেন না।
ভাল থাকবেন সবাই। আল্লাহ হাফেজ
আমি আক্তার অপু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভালই কাজ করে ।