এই ঈদে নিজের আন্ডয়েড মোবাইল নতুন করে সাঁজাতে,নিয়ে নিন অসাধারন অডিও প্লেয়ার।

আসসালামু অলাইকুম,

আসা করি আপনারা সবাই আল্লাহুর রহমতে ভালই আছেন। সমানে ঈদ তাই সবাই নিজেকে নতুন করে সাঁজাতে ঈদের কেনা কাটা নিয়ে ব্যস্ত। আমার মতে শুধু নিজেকে সাজালেই কি চলে, আপনার হাতে যে একটা এন্ডয়েড মোবাইল আছে, তার কি ইচ্ছা যাগে না, এই ঈদের খুশিতে নিজেকে নতুন করে সাঁজাতে(একটু মজা করলাম,কিছু মনে নিবেন না)। অর্থাৎ পুরানো অ্যাপ এর জাগায় নতুন অ্যাপ দিয়ে, মোবাইল কে নতুন রুপে সাঁজাতে।

আমারা কে না এন্ডয়েড মোবাইল দিয়ে গান শুনতে পছন্দ করি না। কিন্তু দেখা যায় আমাদের মোবাইলে যে অডিও প্লেয়ারের অ্যাপ আছে সেই গুলা অনেক পুরানো। আর এর মোবাইল ভিউ আর ইনকোডিং ক্ষমতা ও তেমন ভাল না। তাই আমি আপনাদের মাঝে আজ একটা অডিও প্লেয়ার অ্যাপ এর কথা শেয়ার করবো, যেটার আছে মেটারিয়াল ডিজাইন,আর ইনকোডিং ক্ষমতা ও অনেক। অ্যাপ টির নাম cx audio player।
তাই দেড়ি না করে প্লেস্টোর থেকে অ্যাপ টি ডাউনলোড করে নিন। প্লেস্টোর ডাউনলোড লিংক নিচে দেওয়া হল।

Download this app from playstore click here

Level 0

আমি শাওন ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 27 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রিয় শাওন ইসলাম,

আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব,

টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি। টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।

ছদ্ম ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact পরিহার করে আপনার প্রকৃত/আসল ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact দিন। যেহেতু টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করা হবে।

সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।

বিশেষ নোট: আপনি যদি পূর্বে আমাদের এই ম্যাসেজ পেয়ে ফর্মটি সাবমিট করে থাকেন তবে আর পুনরায় সাবমিট করার প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি এখনও আমাদের এই ফর্মটি পেয়ে সাবমিট করে না থাকেন তবে অবশ্যই এখনই সাবমিট করুন এবং সাবমিট করার পর অবশ্যই আমাদের এই ম্যাসেজের রিপ্লাই দিন।

ধন্যবাদ আপনাকে।

    আমি শাওন ইসলাম সামোবা। আমি আমার যোগাযোগ ফর্ম সাবমিট করেছি