আসসালামু অলাইকুম,
আসা করি আপনারা সবাই আল্লাহুর রহমতে ভালই আছেন। সমানে ঈদ তাই সবাই নিজেকে নতুন করে সাঁজাতে ঈদের কেনা কাটা নিয়ে ব্যস্ত। আমার মতে শুধু নিজেকে সাজালেই কি চলে, আপনার হাতে যে একটা এন্ডয়েড মোবাইল আছে, তার কি ইচ্ছা যাগে না, এই ঈদের খুশিতে নিজেকে নতুন করে সাঁজাতে(একটু মজা করলাম,কিছু মনে নিবেন না)। অর্থাৎ পুরানো অ্যাপ এর জাগায় নতুন অ্যাপ দিয়ে, মোবাইল কে নতুন রুপে সাঁজাতে।
আমারা কে না এন্ডয়েড মোবাইল দিয়ে গান শুনতে পছন্দ করি না। কিন্তু দেখা যায় আমাদের মোবাইলে যে অডিও প্লেয়ারের অ্যাপ আছে সেই গুলা অনেক পুরানো। আর এর মোবাইল ভিউ আর ইনকোডিং ক্ষমতা ও তেমন ভাল না। তাই আমি আপনাদের মাঝে আজ একটা অডিও প্লেয়ার অ্যাপ এর কথা শেয়ার করবো, যেটার আছে মেটারিয়াল ডিজাইন,আর ইনকোডিং ক্ষমতা ও অনেক। অ্যাপ টির নাম cx audio player।
তাই দেড়ি না করে প্লেস্টোর থেকে অ্যাপ টি ডাউনলোড করে নিন। প্লেস্টোর ডাউনলোড লিংক নিচে দেওয়া হল।
আমি শাওন ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 27 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
pc link dan vai