আমারা অনেক সময় বিভিন্ন কাজের, যেমন ভিডিও, আডিও বানানোর সময় সাউন্ড ইফেক্ট এর দরকার পরে। কিন্তু আমারা সেইগুলো অনেকেই বানাতে পারি না, পারলেও অনেক সময় লাগে। আজকাল আমারা এন্ডয়েড মোবাইল দিয়ে ইউটিউব ভিডিও বানাই,সেই জন্য কিন্ত আমাদের অনেক সাউন্ড ইফেক্ট দরকার পরে, যেহেতু ইউটিউবে কপিরাইট আছে, তাই অন্যের বানানো সাউন্ড ইফেক্ট ব্যবহার করা যায় না।
আমি আজ যে অ্যাপটি আপনাদের মাঝে শেয়ার করবো সেটার মাধ্যমে আপনি আপনার ভয়েজ রেকড করে বিভিন্ন সাউন্ড ইফেক্ট বানানো সহ,আপনার ভয়েজ কে চেঞ্জ করতে পারবেন। ইউটিব ভিডিও সহ যেকোনো কিছুতে ব্যবহার করতে পারবেন, কোনো কপিরাইট ঝামেলা করবে না। তাছাড়া নিজের ক্রাইটিভিকে সকল এর সামনে তুলে ধরতে এই অ্যাপ টি আপনআকে সবচেয়ে বেশি সাহায্য করবে। অ্যাপটির একটি বিশেষ সুভিধা হল এটির ভাষা বাংলা, কারণ এটি বাঙ্গালি অ্যাপ ডেভেলোপার দের ডেভলোপ করা।
সুতরাং দেরি না করে এখনি অ্যাপটি প্লেস্টোর থেকে ডাউনলোড করুন, আর নিজের ভয়েজ কে মোডি ফাইড দুনিয়াকে চমকে দিন।
আমি শাওন ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 27 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।