বাস, লঞ্চ বা ট্রেন,ঈদের টিকেট কিনুন ঘরে বসে।

আমি আজকে যে অ্যাপ গুলো নিয়ে কথা বলব সেগুলোর কথা হয়ত অনেকে আগেই শুনেছেন,কিন্তু কখনো ব্যবহার করে দেখা হয়নি।কিন্তু অ্যাপ গুলো দিয়ে যে কত সহজেই আপনি বাসায় বসে আপনার বাস,ট্রেন বা লঞ্চ এর টিকেট কিনে নিতে পারেন তাই আজ দেখাবো।চাইলে নিজের লিংক গিয়ে আমার এই ভিডিও টা দেখে নিতে পারেন জে,কিভাবে বাস, লঞ্চ, ট্রেনের টিকেট কাটবেন ঘরে বসে।

ট্রেনঃ ট্রেনের জন্য আমাদের রেল নামে একটি আন্ড্রয়েড অ্যাপ আছে।এই  অ্যাপ এর মধ্যমে আপনি রেল সম্পর্কিত সব তথ্যই পাবেন যেমন টিকেটের মূল্য,সময় সুচি,আরো অনেক কিছু। বিস্তারিত জানতে ভিডিও টা দেখতে পারেন,যেখানে ট্রেনের জন্য আমি আরেকটি থার্ট পার্টি অ্যাপ নিয়ে ও কথা বলেছি।

বাস ও লঞ্চ ঃ

বাসের টিকেট হয়ত অনেকেই SHOHOZ অ্যাপ এর মধ্যমে কিনছেন।কিন্তু সহজ অ্যাপ এর মধ্যমে যে লঞ্চ এর টিকেট ও কাটা যায় সেটা হয়ত অনেকেই জানে না।তাই টিকেটের জন্য পরিচিত লোক না খুঁজে সহজে ঘরে বসে ডিজিটাল সিস্টেম টিকেট কিনে ফেলুল।
কিভাবে আপনি কিনবেন বা টাকাটা কিভাবে payment করবেন, তার জন্য অবশ্যই আমার ভিডিও দেখেন,কিছু জানার থাকলে ভিডিও লিংকে গিয়ে টিউমেন্ট করেন।


আমি আর ও অনেক গুরুত্বপূর্ন কিছু অ্যাপ নিয়ে ভিডিও বানানো। So don't miss to Subscribe My Channel.

Level 0

আমি আকাশ আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

I thought Tune members are enough smart but there is somebody like you, I don’t think.I have already mention Android Apps and also said apps name.And these are so popular.So sorry for that.Next time when I will post, I also think about your kind of people.