Muslim Pro – A Must Have App For Muslims

আসসালামু আলাইকুম,
সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। কেমন আছেন সবাই? আশা করি পবিত্র এই মাসে সবাই বেশ ভাল আছেন। অনেকদিন পর খুবই গুরুত্বপূর্ণ একটি অ্যাপ নিয়ে হাজির এলাম। প্রত্যেক মুসলমান এর স্মার্টফোনে এই অ্যাপটি থাকা খুবই জরুরী। বেশি কথা না বলে অ্যাপটিতে কি কি পাচ্ছেন সেগুলো উল্লেখ করা যাক,

যেহেতু এটি প্রিমিয়াম ভার্সন সেহেতু এটিতে সকল ফিচার উপভোগ করতে পারবেন। যারা পারেন তারা প্লিজ প্লেস্টোর থেকে প্রিমিয়াম ভার্সন ডাউনলোড করে নিবেন।এতে করে অসাধারণ এই অ্যাপটির ডেভলোপার ভাইয়েরা প্রকৃত উপকৃত হবেন।

বিশেষ ফিচারসমূহ

  • এই অ্যাপটির মাধ্যমে আপনি পবিত্র কুরআন শরীফ পড়তে পারবেন, বিভিন্ন ক্বারীর ক্বিরাতে সকল সূরা শুনতে পারবেন। প্রত্যেক আয়াতের বাংলা অনুবাদ সহ যেকোন ভাষায় অনুবাদ করে পড়তে পারবেন। কুরআন পড়া না জানলে এই অ্যাপের মাধ্যমে শিখতেও পারবেন।
  • আপনার লোকেশন দেখিয়ে দিলে প্রত্যেক নামাজের জন্য দিনে পাঁচ বেলা আজান দিবে। এছাড়া আপনি এটি ম্যানুয়ালি ও সেট করে দিতে পারবেন।
  • রমজানের ক্যালেন্ডার এর জন্য আলাদা অ্যাপ লাগবেনা, এই অ্যাপের মধ্যেই আপনি সেহরি ও ইফতারির সময়সূচি জানতে পারবেন। পৃথিবীর যেকোন দেশের মানুষ ই এই অ্যাপটি ব্যবহার করতে পারবেন লোকেশন ট্রাক করে।
  • আপনি যে এলাকায় আছেন তার আশে পাশে কোথায় হালাল হোটেল রয়েছে বা আপনি নতুন এক জায়গায় বেড়াতে গিয়ে ক্বিবলা কোন দিকে বুঝতে পারছেন না, সেক্ষেত্রে এই অ্যাপ ই আপনাকে হেল্প করবে।
  • আপনার বাড়ির পাশে কোথায় মসজিদ আছে বা সেখানে যেতে কতক্ষণ লাগবে সেটিও জানতে পারবেন।
  • যাকাত দিতে হবে কিন্তু যাকাত কিভাবে ক্যালকুলেট করে তা জানা নেই সেক্ষেত্রে এই অ্যাপ দিয়েই আপনি যাকাতের হিসাব নিকাশ করতে পারবেন।
  • হিজরি ক্যালেন্ডার সহ প্রতিদিন আপনি একটি করে বিশেষ দুয়া, একটি করে হাদীস জানতে পারবেন,পড়তে পারবেন এবং শেয়ার করতে পারবেন!!
  • আল্লাহর ৯৯ টি নাম পড়তে পারবেন। এছাড়া গুরুত্বপূর্ণ আয়াত ও তার অর্থ জানতে পারবেন।
  • পুরো অ্যাপটিকে কয়েকটি থিমে কাস্টোমাইজ করতে পারবেন, কুর আন শরীফ এর পেইজ এ বিভিন্নতা আনতে পারবেন
  • বিভিন্ন ইসলামিক ওয়ালপেপার ইডিট করে সেগুলো গ্যালারিতে সেভ কিং শেয়ার করতে পারবেন।
এক কথায় মাত্র ১১ এম্বিতে এত অসাধারণ, মাস্টারপিস অ্যাপ এই জীবনে দ্বিতীয়টি দেখার সৌভাগ্য এখনো হয়নি। অনেক বেশি ভাল এবং প্রয়োজনীয় একটি অ্যাপ।সবাইকে অ্যপটি সংগ্রহে রাখার জন্য অনুরোধ থাকবে।

ডাউনলোড লিংক: Click Here To Download

ডাউনলোড করতে লিংকে গিয়ে একদম নিচের Download লেখার নিচের টিক তুলে দিয়ে সেই DOWNLOAD লেখায় ক্লিক করুন। অন্য পেজ এলে ব্যাক করে আগের পেজে যাবেন। এবার পরের পেইজে Click Here To Download এ ক্লিক করলেই ডাউনলোড শুরু হবে। ধন্যবাদ সবাইকে টিউন টি পড়ার জন্য। শেয়ার করে সকল কে জানার  সুযোগ করে দিন। আমাদের সাথেই থাকুন।
ফেসবুকে আমি ঃ Ashikur Rahman Khan

Level 0

আমি আশিকুর রহমান খান ইমন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 78 টি টিউন ও 47 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি খুব সাধারণ একজন মানুষ।আমি ছাত্র তাই নতুন ভাল কিছু শেখার প্রতি খুব ই ঝোঁক।নিজে যা জানি তা অন্যদের মাঝে শেয়ার করার মাঝে অবর্ণনীয় সুখ পাই।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস