আমার ১ মিনিটের এই ভিডিটি দেখলেই শিখে যেতে পারবেন।আমি সুন্দর করে edit করে বুঝিয়ে দিয়েছি।আর যারা এই গেমটি সম্পর্কে জানেন না,তারা নিজের লেখাটুকু পড়তে পারেন।
আজকে আপনাদের সাথে যে গেমটি নিয়ে আলোচনা করবো, সেই গেম টির মান 8 Ball Pool. আসলে গেমটি সম্পর্কে হয়তো অনেকেই জানেন! কিন্তু যারা জানে না তাদের জন্য ও যারা গেমটি সহজে পারছেন না তাদের জন্যই আমার আজকের টিউন।
তো শুরু করা যাক। প্রথমেই Pool গেমের এলিমেন্টস গুলোর সাথে পরিচয় হই।
প্রথমে কিউ দিয়ে কিউ বলের সাহায্যে ব্রেক করতে হবে। তার পর অপনেন্ট বা নিজে যে বল টি আগে ফেলবেন সেই বলটি আতে। ধরুন প্রথমে আপনি সলিড বল ফেলেন, তাহলে পরো গেমটিতে আপনাকে সলিড বল ফেলতে হবে। আর আপনার প্রতিদিন্দীকে স্ট্রাইপ বল ফেল তে হবে। আপনার সব গুলো বল ফেলার পর 8 Ball (ব্ল্যাক বল) ফেলতে হবে। যে 8 Ball ফেলতে পারবে সেই উইনার হবে।
8 Ball Pool গেমটি একদম আসল গেমের আদলে তৈরী করা হয়েছে। গেমটি পুরপুরি অনলাইন গেম। গেমিটি সব সময় বাজি খেলতে হবে। প্রথমে আপনাকে কিছু ফ্রী কয়েন দেওয়া হবে। সেও কয়েন দিয়েই আপনাকে বাজি খেলতে হবে ও কয়েন বারাতে হবে। সাথে সাথে আপনি পাবেন Xp, জার ফলে আপনাএ লেভেল আস্তে আস্তে বারবে। গেমটিতে মোট ১৫০ লেভেল আছে। (পুরাই ক্যাসিনো) আপনারা যারা আসল পুল খেলেছেন, তাদের কাছে অবশ্যই গেম টি ভাল লাগবে। আর যারা আসল পুল খেলেন নি, তারা গেম টি খেলে পুলের আসল মজা নিতে পারবেন। গেমটির দাইজ 31.94 mb. গেমটি Play store রকদম ফ্রী। গেমটি Play storeথেকে 100,000,000 বারেরও বেশি বার ডাউনলোড করা হয়েছে। তাহলে বুঝতেই পাচ্ছেন, গেমটি কতটা জনপ্রিয়।
আমি আকাশ আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।