আজকে যে ডিকশনারির কথা বলবো সেটা আমার দেখা মোবাইলের জন্য বেস্ট ইংলিশ টু বাংলা ডিকশনারি।
খুবই প্রয়োজনীয় এবং অনেক ব্যতিক্রম কিছু ফিচার রয়েছে এই ডিকশনারিতে।
কিছু স্ক্রিনশট দিচ্ছি। অবশ্যই ব্যবহার করার মতো।
আমার মতে এখন পর্যন্ত যে কয়টা দেখেছি তার মধ্যে এইটা বেস্ট।
এতে এমন কিছু ফিচার আছে যা অন্য কোন ডিকশনারিতে নেই। যেমন শর্টকাট ডিকশনারি নামে একটা ফিচার আছে। ধরুন আপনি কোন আর্টিকেল পড়ছেন তখন বার বার ডিকশনারি ওপেন না করে এই শর্টকাট অপশনটি ইউজ করলে আপনার সময় এবং কষ্ট অনেক কমে যাবে।
তাছাড়া রয়েছে ২লাখের মতো ওয়ার্ড কালেকশন যেখানে ওয়ার্ডের অনেক মিনিং সহ রয়েছে রিলেটেড ওয়ার্ডস। রয়েছে চমৎকার ফ্ল্যাশকার্ড,MCQ।
বিশেষ করে জিআরই ওয়ার্ড কালেকশন যা অবশ্যই অবশ্যই কাজে লাগবে। এই ওয়ার্ড কালেকশন কেউ জানলে তার কঠিন কঠিন ইংলিশ আর্টিকেল পড়তে আর কোন সমস্যা হবেনা।
ডাউনলোড লিঙ্কঃ
Download English Bangla Dictionary
এইটার ছোট একটা ভার্শন আছে ওইটারও লিঙ্ক দিচ্ছি। ছোটটার সাইজ কম।
আমি ইমন বায়েজিদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।