পবিত্র রমজান মাসে সাবাইকে জানাই সালাম
আস্সালামু আলাইকুম বন্ধুরা,
আবারো আগের মত নতুন কিছু নিয়ে এসেছি আশা করি সবার ভালো লাগবে এবং উপকৃত হবেন এবং আমি উপকৃত হয়েছি।
আমরা অনেকে ভাবি ইউটিউব এর ভিডিও যদি Background Floating Window হয় তাহলে কতই না মজা। এই এপ্সটি হয়ত অনেকে ব্যবহার করেছেন আর যারা করেন নি তারা ব্যবহার করে দেখতে পারেন আর এই এপ্সটি হল কেনা এপ্স আর এই এপ্সটি সকল ভার্সনে চলে।
FlyTube Play আপনাকে আপনার প্রিয় ইউটিউব ভিডিওগুলি অ্যানড্রয়েডের একটি ফ্লোটিং উইন্ডোতে দেখতে দেয় এবং স্ক্রিন বন্ধের সাথে মিউজিক ভিডিওগুলি শুনতে পটভূমিতে ইউটিউব ভিডিওগুলি চালাতে দেয়। FlyTube খেলতে ইউটিউবের অফিসিয়াল অ্যাপ্লিকেশন শেয়ার বোতামে ক্লিক করুন এবং ফ্লাইটটিউটি নির্বাচন করুন, তারপর আপনার ভিডিও স্বয়ংক্রিয়ভাবে ফ্ল্যাটিং উইন্ডোতে শুরু হবে। বা Flykey খুলুন আপনার পছন্দের ভিডিওগুলি খুঁজুন এবং অনুসন্ধান করুন এবং একটি ফ্লোটিং উইন্ডোতে দেখা শুরু করার জন্য ভিডিওগুলিতে ক্লিক করুন।
http://www.youtube.com/watch?v=r9YVZV75iJA
আমি শাহীউদ্দিন আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 46 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি একজন ছাত্র আমি ৯ম শ্রেনীতে পড়ি, আমার একটী ষ্টুডিও আছে আর আমার ভাই আছে TV.LCD.Mobile Engineer. আমি সবসময় চেষ্টা করি ভাল কিছু দিতে