রুট ইউজাররা নিয়ে নিন কিছু প্রয়োজনীয় এপ্স [পর্ব-১০] :: এপস ফর রুটেড এন্ড্রয়েড

রুট ইউজাররা নিয়ে নিন কিছু প্রয়োজনীয় এপ্স

বিসমিল্লাহির রাহমানির রাহিম

আসসালামু আলাইকুম প্রিয় টেকটিউনস কমিউনিটি। আমি মেহেদী। আজকে আমি আবার হাজির হলার নতুন এবং আপডেট কিছু ফাইল মেনেজার ও এপস নিয়ে। আজকের টিউনে থাকবে দারুণ কিছু ফাইল মেনেজার ও এপস। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো চলুন টিউনে চলে যাই। দেখে নেই কি কি থাকছে আজকের টিউনে।

এপ্স লিষ্ট

  • Amaze File Manager
  • ASUS File Manager
  • ES File Explorer Pro
  • File Manager
  • MK Explorer

প্রথমেই থাকছে

ES Explorer Pro

বিবরণঃ এই ফাইল মেনেজার কে নিয়ে নতুন করে বলার কিছুই নেই। এটা এমন একটা ফাইল মেনেজার যা দিয়ে আ[নি অনেক ইজি ভাবে আপনার ডিভাজের কাজ গুলো করতে পারবেন।
কাট, পেষ্ট, কপি, ফাইল কম্প্রেস, ডিকম্প্রেস, এমডি৫ চেকিং সহ অনেক অনেক ফিচার রয়েছে এই এপসে। হিডেন ফিচার তো দূর্দান্ত। আপনি ব্যবহার না করলে বুঝতে পারবেন না এটা কত মজার এপস। তাও আবার প্রো ভার্শন। প্রো এর তো কোনো কথাই নাই। এক কথায় সেরার চেয়ে সেরা। একদম অন্য রকম মজার একটা ফাইলে মেনেজার।

এটার মূল্যঃ $2.99

ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

ASUS File Manager

বিবরণঃ এই ফাইল মেনেজারটা মূলত আসুসের জন্য তৈরি করা। ফাইল মেনেজার টা অনেকের কাছে ভালো লাগায় এটা সবার জন্য উন্মুক্ত করে দিয়েছে আসুস ডেভেলপাররা। এটাও বেশ মজার ফাইল মেনেজার। অনেক ফাস্টার ফাইল মেনেজারের মধ্যে আসুসের নাম টাও উল্লেখযোগ্য।

মূল্যঃ ফ্রি

ডাউনলোড করতে এখনে ক্লিক করুন

Amaze File Manager

বিবরণঃ Amaze File Manager ডিজাইনটা অত্যান্ত সুন্দর। এটার ডিজাইন Material। দেখতেও জোশ। এটার আপনার এপস গুলো ইন্সটল ও আনইন্সটল করতে সাহায্য করে। কাট, কপি, পেস্ট সহ নানা বৈশিষ্ট আছে এই এপসে।

মূল্যঃ ফ্রি

ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

File Manager

বিবরণঃ এই ফাইল মেনেজার এর নামই ফাইল মেনেজার। কেন যে তারা এই নাম দিয়েছেন আমি নিজেও জানি না। তবে নামে কি আসে যায় বেশ ভালই ফাইলের কাজ সম্পাদন করে। তা ছাড়া মুভ কপি, কম্প্রেস, ডিক্মপ্রেস করা তো থাকছেই।

মুল্যঃ ফ্রি

ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

MK Explorer

বিবরণঃ এম কে ফাইল মেনেজার। বাহ নাম টা দারুণ। হ্যাঁ, নাম দারুণ হলে কি হবে কাজেও তো দারুণ, কাট, পেষ্ট, কপি ডিলিট ছাড়াও খুব পাওয়ারফুল ক্ষমতায় আছে রুট এক্সসেস করার মত ক্ষমতা। তাহলে বুঝতেই পারছেন এইটুকু এপসের কাজের দায়ভার কত বেশি।

মূল্যঃ ফ্রি

ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

এবার আসি থিমস এর কথায়

প্রথমেই থাকছে

DLTO

বিবরণঃ DLTO একটা দারূন বৈশিষ্ট সম্পন্ন লাঞ্চার। এটা খুব রিসপন্সেবল লাঞ্চার এবং অনেক ফাস্টার লাঞ্চার এর মধ্যে একটা। এটাতে অনেক অনেক ভালো বৈশিষ্ট পাবেন ও খুব ভালো স্পিড ও পাবেন। তবে লাঞ্চার যতই স্পীড দিয়ে থাকুন না কেন। ডিভাইজের যে লাঞ্চার দেয়া আছে সেটার মত ফাস্টার হয় না। তাই অযথা থিমস বা লাঞ্চার ব্যবহার না করাই ভালো।

ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

GinLemon

বিবরণঃ হল একটি ডেভেলপার এবং সফল স্মার্ট লঞ্চার যা ইতিমধ্যেই একটি অনন্য লোগোরার শীর্ষে, ডেভেলপাররা তাদের লাঞ্চারের জন্য অনেক থিম মুক্তি করেছেন। সেরা বিকল্পগুলির মধ্যে কিছু হল এসএলটি মেট্রো, এসএলটি উবুন্টু এবং এসএলকে ফুটূরা। এই থিম অন্যান্য হিসাবে ব্যাপক না কিন্তু তারা একটি লঞ্চার একটি সামান্য অতিরিক্ত বোনাস যোগ করে যে ইতিমধ্যে বিভিন্ন জিনিষ ভিন্নভাবে আছে। আদর্শ হিসাবে, তাদের সব ব্যবহার করতে বিনামূল্যে।
আপনার ডিভাইসে এই অ্যান্ড্রয়েড থিম ব্যবহার করতে আপনাকে স্মার্ট লঞ্চার 3 ডাউনলোড করতে হবে!

ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

Launcher 8

বিবরণঃ Xinyi নেটওয়ার্ক এর লাঞ্চার ৮ একটি অন্যান্য লাঞ্চার এর ডিজাইন ও স্পীড এর চেয়ে অনেক বেশি বাড়িয়ে তুলতে সাহায্য করে। যারা চায় উইন্ডোজ আট এর স্বাদ নেবেন তারা এই লাঞ্চার ব্যবহার করে সেই স্বাদটুকু নিতে পারেন। এবং লঞ্চার 8 অ্যানড্রইড ব্যবহারকারীদের সাথে এটির সাথে যুক্ত করতে অনুমতি দেয়। উইন্ডোজ ফোন 8 ভালো, আপনি কাস্টম টাইলস তৈরি করতে পারেন, তাদের আকার পরিবর্তন করতে পারেন, আপনি চাইলে অনেক উইজেট ব্যবহার করে নতুন লুক দিতে পারেন। বেশ মজার একটা লাঞ্চার। আমি নিজেও বেশ কিছুদিন ব্যবহার করেছি। তাই আমার দিক থেকে বলছি বেশ ভালো একটা লাঞ্চার এইটা।

ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

এবার আসি ফন্ট চেঞ্জার এপস নিয়ে

1. iFont (Experts Of Fonts)

বিবরণঃ আমরা সব সময় চাই আমাদের ডিভাইজের লুক যেন সম সময় নেউ হয়। তাই অনেক সময় আমরা বিভিন্ন ধরণের ফন্ট ব্যবহার করে ডিভাজকে সুন্দর করে তুলতে চেস্টা করি। আই ফণ্ট একটা দারুণ ফন্ট চেঞ্জার এপস। এটার নাম অনেকেই শুনেছেন। আবার হতো সবাই ব্যবহারো করেছেন। এটা অনেক ভালো ও অনেক শক্তিশালী একটা ফন্ট চেঞ্জার এপস। অনেক ডিভাজের ফন্ট চেঞ্জ হয় না। কিন্তু এই এপস ব্যবহার করে ইচ্ছা করলেই চেঞ্জ করা যাবে। এখানে আপনি আপনার পছন্দসই ফন্ট পাবেন। ইচ্ছা মত চেঞ্জ করতে পারবেন।

ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

2. FontFix – Install Free Fonts

বিবরণঃ ফন্টফিক্স অ্যান্ড্রয়েডের জন্য সেরা ফন্ট পরিবর্তনকারী অ্যাপ্লিকেশানগুলির মধ্যে একটি, এবং এটির একমাত্র লক্ষ্য হল আপনার অ্যান্ড্রয়েড ফোন বা ট্যাবলেটের সিস্টেম ফন্টগুলি পরিবর্তন করা। এটি একটি উপাদান নকশা চেহারা এনেছে, এবং এই ফন্ট ইনস্টলেশন খুব সহজ করে তোলে। অ্যাপ্লিকেশন (ফন্টফিক্স) ব্যক্তিগত এবং বাণিজ্যিক ব্যবহারের জন্য উপলব্ধ 43,00 ফন্ট নিয়ে আসে। সুতরাং, আপনাকে ফন্ট নিয়ে ভাবতে হবে না।ব আপনার শত শত স্টাইলীশ টাইপফেসগুলি থেকে পছন্দ করার জন্য এই এপ্স কেচ পছন্দ করতে পারেন। IFont এর অনুরূপ ফন্টফিক্স আপনাকে আপনার ফোনে ইনস্টল করার আগে কোন ফন্টের পূর্বরূপ দেখতে দেয়। অ্যাপ্লিকেশন এছাড়াও একটি স্মার্ট ব্যাকআপ বৈশিষ্ট্য এবং এটি আপনি আপনার সিস্টেম ফন্ট ব্যাকআপ করতে পারবেন যা আপনি চাইলে পুনরুদ্ধার করা যেতে পারে। FlipFonts (স্যামসাং, HTC Sense) রয়েছে এমন সমর্থিত ডিভাইসগুলিতে, ফন্টফিক্সকে রুট অ্যাক্সেসের প্রয়োজন নেই।

ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

03. HiFont – Cool Font Text Free

বিবরণঃ HiFont আরেকটি জনপ্রিয় এবং অ্যান্ড্রয়েডের জন্য সেরা ফ্লিপ ফন্ট ইনস্টলার অ্যাপ্লিকেশনের। অ্যাপটি আপনার ফোনে স্লিম এবং সবচেয়ে স্টাইলিশ ফন্ট প্রয়োগ করার প্রধান উদ্দেশ্যটি কঠোরভাবে ডিজাইন করা হয়েছে। এই ছাড়াও HiFont এ আপনি শত শত রঙিন ফন্ট ডাউনলোড করতে পারবেন যা দারুন স্টাইলিশ নিয়ে আসে। IFont এর অনুরূপ, আপনি ফন্টের আকার পরিবর্তন করতে এবং নিজের নিজস্ব ফন্ট সেট করতে HiFont ব্যবহার করতে পারেন। HiFont আপনাকে কাস্টমাইজেশনে করতে সাহায্য করে। সাথে সাথে লিখিত এবং হাতেল লেখার মত ফন্টের তালিকা সহ, বিনামূল্যে ব্যবহারযোগ্য করে তোলে। এই ফন্ট প্রয়োগ করা হলে আপনি আপনার ডিভাইসের সৌন্দর্য একটি নতুন মাত্রাতে অনুভব করবেন। স্বাভাবিক হিসাবে, আপনি আপনার স্যামসাং ফোনের সিস্টেম ফন্ট পরিবর্তন করার জন্য HiFont ব্যবহার করতে পারেন এবং মটোরোলা এবং এইচটিসি মত অন্যান্য ডিভাইসের জন্য, আপনি rooting বিবেচনা চাই

ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

ভুল ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখাবেন। এখন বিদায় নিচ্ছি। দেখা হবে পরের টিউনে। ভালো থাকুন, সুস্থ্য থাকুন, মেতে থাকুন প্রযিক্তির সুরে। আমি মেহেদী। খোদা হাফিয। যদি কোনো সমস্যা হয়ে থাকে আমাকে মেসেজ করতে পারেন।

প্লাস করুন আমাকে
ফলো করুন আমাকে
রুট বিষয়ক ভিডিও দেখতে এখানে ক্লিক করুন
ট্রিক্স বিষয়ক টিপস পেতে এখানে ক্লিক করুন

Level 8

আমি মামুন। COO, Injaazh Private Limited, Pabna। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 122 টি টিউন ও 134 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 50 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।

{জানিয়ে দাও} (,) {না হয় জেনে নাও}


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস