বিসমিল্লাহির রাহমানির রাহিম
আসসালামু আলাইকুম প্রিয় টেকটিউনস কমিউনিটি। আমি মেহেদী। আজকে আমি আবার হাজির হলার নতুন এবং আপডেট কিছু ফাইল মেনেজার নিয়ে। আজকের টিউনে থাকবে দারুণ কিছু ফাইল মেনেজার। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো চলুন টিউনে চলে যাই। দেখে নেই কি কি থাকছে আজকের টিউনে।
রুট ফাইল মেনেজার সকল রুট ইউজারদের কাছে বেশ ভাল লাগার মতই একটা এপস। অনেক রুট ইউজার এই ফাইল মেনেজার ব্যবহার করে তাদের ডিভাইজের অনেক গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করে থাকে। এটা সকল রুট এপস এর পার্মিশন দেওয়া ও পার্মিশন ক্লোজ করার জন্য বেশ ভালই সুবিধা দেয়। এছারাও অনেক ফিচার পাবেন।
এক নজরে দেখে নেই কি কি ফিচার আছে রুট ফাইল মেনেজারে।
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
এন্ড্রয়েড রুটেড ডিভাইজের একটা ফেমস এপস এটা। প্লে স্টোরে ব্যাপক সারা জাগানো এপস গুলোর মধ্যে এটা একটা এপস। রুট ইউজাররা অনেক অনেক ফিচার পাবেন এটার মধ্যে। বিশেষ করে যারা সব সময় গেমস হ্যাক এর চিন্তা ভাবনা নিয়ে পড়ে থাকেন তাদের খুব কাজে দেবে।
এছারা অনেক ফিচার রয়েছে।
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
ইজেড ফাইল মেনেজার। এটাই বেশ নাম করা এপস গুলোর মধ্যে একটা। এটাও অনেক শক্তিশালী এপস। অনেক এপস গুলোর মধ্যে এটাও অনেক কিছুই এক্সসেস করতে পারে। আপনার ডিভাজের পার্মিশন চেঞ্জ করা থেকে শুরু করে দ্রুত ফাইল ট্রান্সফার করার মত ক্ষমতা আছে। এছাড়া সিস্টেম এপস গুলও রিমুভ করতে পারবেন এটা সাহায্যে।
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
সলিড এক্সপ্লোরার সম্পর্কে নতুন করে বলার প্রয়োজন নেই। তার পড়েও
বলি এটা আমার খুব প্রিয় একটা ফাইল এক্সপ্লোরার। এটার ইউ আই দেখেই আমার চোখ অস্থির করার মত অবস্থা হয়ে যায়। তাছারা অনেক ধরবণের ফিচার থাকায় আরো সবার নজরে লেগেছে। ব্যবহার করে দেখুন মজা পাবেন।
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
রুটেড স্পে ফাইল মেনেজার দুই ডিভাইজের জন্যই বেশ কার্যকরী। এটা আনরুড ইউজারদের জন্যও আছে আবার রুটেড ইউজারদের জন্যও আছে। এপস টা অন্ত্যান্ত মজার। এই এপস দ্বারা অনেক কিছু এক্সেসে করার মত ক্ষমতা পাবেন। এটা আপনার ডিভাজের সকল ডাটাকে প্রটেক্ট করতে সাহায্য করে। এটা প্লে স্টোরে ফ্রিতেই পাওয়া যায়। অনেক কাজীয় এপস।
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন ।
ফাইল মেনেজার দারুণ একটা এপস। এটা শুধু মাত্রই রুটেড ইউজারদের জন্য। এই এপসের সাহায্যে আপনি আপনার ডিভাজ মেমরির জায়গা দেখতে পারবেন। মেমরির জায়গাও দেখতে পারবেন। জিপ আনজিপ ও করতে পারবেন।
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
এপসটায় অনেক সুন্দর ইউআই থাকায় ব্যবহার করা অনেক সহজ। এপসটি ডিভাইজের সাথে অনেক ভালো যোগাযোগ স্থাপন করে খুব ভালো করে সকল প্রকার ফাইলকে এক্সেস করতে সাহায্য করে। এপসটাতে এড এর ঝামেলা নাই। তাছারা খুব দ্রুত কপি পেস্ট করা যায়। এছারাও এক সাথে অনেক গুলো ফাইল আনইস্টল করা যায়।
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন ।
ভুল ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখাবেন। এখন বিদায় নিচ্ছি। দেখা হবে পরের টিউনে। ভালো থাকুন, সুস্থ্য থাকুন, মেতে থাকুন প্রযিক্তির সুরে। আমি মেহেদী। খোদা হাফিয। যদি কোনো সমস্যা হয়ে থাকে আমাকে মেসেজ করতে পারেন।
প্লাস করুন আমাকে
ফলো করুন আমাকে
রুট বিষয়ক ভিডিও দেখতে এখানে ক্লিক করুন
ট্রিক্স বিষয়ক টিপস পেতে এখানে ক্লিক করুন
আমি মামুন। COO, Injaazh Private Limited, Pabna। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 122 টি টিউন ও 134 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 50 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।
{জানিয়ে দাও} (,) {না হয় জেনে নাও}