আমরা যারা এন্ড্রয়েড ব্যবহার করি তারা কোনো না কোনো ভাবে Luncher এর কথা জানি। কিন্তু কোন Launcher টি বেষ্ট তা জানি না কেন না প্লে ষ্টোর এ সহস্রাধিক Launcher রয়েছে। তাই কোন এপ টি ভালো তা খোজে পাওয়া অনেক কষ্টকর।
এই এপ গুলোর অনেক টায় বাগ থাকে ফলে হঠাৎ করে Launcher থেমে যায়, স্টপ হয়ে যায়। কিন্তু সব কি আর খারাপ। আজ কে একটি চমৎকার Launcher এর কথা বলব তা হলো CLauncher
এই এপ টির কম্পোনেন্ট নেম হলো com.cma.launcher.lite
এই এপ টির কিছু চমৎকার ফিচার আছে।
যেমন এতে এমন ভাবে এপ হাইড করে রাখা যায় যে কেও এই এপ পুর্বে ব্যবহার করে না থাকলে তা চিন্তাও করতে পারবে না। তাছাড়া এই Launcher টি খুব ই স্মার্ট যা আপনার ফোন টি কে খুব সুন্দর দেখাবে এবং আপনার সাধারন কাজগুলো খুব সহজ করে দিবে।
১. মেইন স্ক্রিন এ গিয়ে জুম ইন করুন।
২. সেখানে পাসওয়ার্ড চাইবে দিন।
৩. উপড়ে ডান দিকে একটি বাটন এ প্রেস করে আপনার হিডেন নিড এপ গুলো যোগ করুন।
আমি আশরাফুল আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
প্রিয় আশরাফুল আলম,
আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব,
টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি। টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।
ছদ্ম ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact পরিহার করে আপনার প্রকৃত/আসল ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact দিন। যেহেতু টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করা হবে।
সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।
বিশেষ নোট: আপনি যদি পূর্বে আমাদের এই ম্যাসেজ পেয়ে ফর্মটি সাবমিট করে থাকেন তবে আর পুনরায় সাবমিট করার প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি এখনও আমাদের এই ফর্মটি পেয়ে সাবমিট করে না থাকেন তবে অবশ্যই এখনই সাবমিট করুন এবং সাবমিট করার পর অবশ্যই আমাদের এই ম্যাসেজের রিপ্লাই দিন।
ধন্যবাদ আপনাকে।