আসসালামু আলাইকুম।
টেকটিউনস কমিউনিটির সবাইকে স্বাগত জানিয়ে আমার ২য় টিউন শুরু করছি। আজকের টিউনে আপনাদের জন্য নিয়ে এসেছি এন্ড্রয়েডের জন্য বেস্ট একটা মিউজিক প্লেয়ার
আমরা অনেকেই গান শুনতে অনেক।পছন্দ করি। আর গান শুনার জন্য যে মিউজিক প্লেয়ার ব্যবহার করি তা যদি দেখতেও অসাধারণ হয় তাহলে গান শুনে আরো মজা পাওয়া যায়! আর তাই আজকে আপনাদের তেমনই একটা মিউজিক প্লেয়ারের সাথে পরিচয় করাবো! এপটির নাম Phonograph..অ্যাপটি এর অনেক অসাধারণ ফিচারের জন্য দ্রুত ছড়িয়ে পড়েছে।
১. অ্যাপটিতে অনেক কাস্টমাইজেশন রয়েছে। আপনি এর দ্বারা অ্যাপটির লুক পরিবর্তন করতে পারবেন সহজেই!
২. আলাদা আলাদা গানের জন্য নোটিফিকেশন বারের কালার পরিবর্তন হতে থাকবে!
৩. রয়েছে ইচ্ছামত কালার পরিবর্তন করার সুবিধা!
৪. এর সবচেয়ে আকর্ষণীয় ফিচারটি হল: আপনি ইচ্ছা করলে গান বাজতে থাকার সময় Lock screen এ যে গানের আ্যালবাম আর্ট শো করে অইটা ব্লার করে দিতে পারবেন। এপ এর সেটিংজ থেকে এটি আ্যাক্টিভ করে নিতে পারবেন!!
৫. আপনি নিজেই খুজে নিন!! সব আমি বলে দিলে তো হবেনা!!
ডাওনলোড: অ্যাপটি ডাওনলোড করার জন্য এখানে ক্লিক করুন (ডাইরেক্ট লিংক)!
আজ এই পর্যন্তই। ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আশা করি। ভালো থাকবেন সবাই। আল্লাহ্ হাফেজ।
আমি আব্দুল্লাহ আল নোমান নিয়ন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রিয় টিউনার,
আপনার করা টিউনটি পূর্বে http://tech24bd.gq/archives/82 প্রকাশিত।
টেকটিউনস নীতিমালা ১.০৮ অনুযায়ী – নিজের লেখা নয় এরকম, অন্য কোন ব্লগ থেকে বা অন্য ব্লগারের বা অন্যের লেখা বা অন্য কোন উৎস থেকে হুবহু বা আংশিক কপি পেস্ট করে বা নিজের নামে টিউন করা যাবে না। প্লেইজারিজম থেকে সর্বদা বিরত থাকুন।
http://tech24bd.gq/archives/82 এর সমস্ত লেখা যদি আপনার নিজেস্ব হয়ে থাকে শুধু মাত্র সেক্ষেত্রে প্রকৃত লেখার লেখক হিসেবে আপনি টেকটিউনসে তা প্রকাশ করতে পারবেন। আপনি যে উৎস থেকে লেখা কপি করছেন সে উৎসের প্রকৃত ও মূল লেখক যদি আপনি হোন তবে আমাদের এই টিউমেন্টের মাধ্যমে নিশ্চিত করুন।
মূল উৎসের প্রকৃত লেখক না হলে এবং আমাদের নিশ্চিত না করলে http://tech24bd.gq/archives/82 থেকে প্লেইজারিজম এর দায়ে কপি কার আপনার সমস্ত টিউন স্থগিত করা হবে এবং পরবর্তি যেন কোন টিউন কপি পেস্ট ও প্লেইজারিজম থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো।
নিজের লেখা নয় এরকম, অন্য কোন ব্লগ থেকে বা অন্য ব্লগারের বা অন্যের লেখা বা অন্য কোন উৎস থেকে লেখা সংগ্রহ করে বা কপি পেস্ট করে নিজের নামে টিউন করা আপনার মৌলিক ও সৃজনশিলতা কে ব্যহত করে এবং টেকটিউসে তা সম্পূর্ণ নিষিদ্ধ।
টেকটিউনস বিজ্ঞান ও প্রযুক্তি চর্চার একটি উন্মুক্ত কমিউনিটি। তাই কমিউনিটির সদস্য হিসেবে টেকটিউনস কমিউনিটিতে আপনার বিজ্ঞান ও প্রযুক্তি চিন্তার মৌলিক প্রয়োগ ঘটান। সৃজনশীল বিষয় ও আপনার প্রযুক্তি অভিজ্ঞার প্রকাশ ঘটান। আপনার বাস্তব জীবনে বিজ্ঞান ও প্রযুক্তি বিভিন্ন প্রয়োগ যা আপনি নিজে অভিজ্ঞতা লাভ করেছেন তা কমিউনিটির সদস্যদের সাথে নিজের ভাষায় শেয়ার করুন।
টেকটিউনস সবসময় মান সম্মত ও মৌলিক টিউন করতে টিউনারদের প্রণদোণা দেয়।