আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে দেখুন জনপ্রিয় সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা

আসসালামু আলায়কুম,

কেমন আছেন সবাই আশা করি ভাল আছেন।  আমি আজ যে বিষয় নিয়ে লিখতে যাচ্ছি, সেটি হল অ্যান্ড্রয়েড মোবাইলে  দেখুন সাপ্তাহিক চাকরির খবর পড়ুন একটি মাত্র অ্যাপস দিয়ে। এই অ্যাপস এর নাম " সাপ্তাহিক চাকরির সার্কুলার "

২০ হাজার + ইন্সটল

 

অ্যাপ্সটির নাম " সাপ্তাহিক চাকরির সার্কুলার "। এটি গুগল প্লে স্টোরে পাবেন। প্রতি সপ্তাহের সাপ্তাহিক চাকরির খরর পত্রিকা হুবুহ পাবেন এই অ্যাপস এ। ডাউনলোড ও করে নিতে পারবেন। এছাড়া প্রতিদিনের সরকারী এবং অনান্য পাবেন এই অ্যাপস এর মাধ্যমে। আশা করি, চাকরি প্রত্যাশীদের জন্য এটা উপকারে আসবে। সব ধরনের চাকরির খবর পাবেন এখানে। প্রতি শুক্রবারের সাপ্তাহিক চাকরির খবর ছাড়াও, এই অ্যাপস পাবেন প্রতি শুক্রবারের প্রথম আলো এবং যুগান্তর সহ সকল জাতীয় পত্রিকার স্পেশাল চাকরির পাতা।

২০ হাজার + ইন্সটল হয়েছে গুগল প্লে স্টোর থেকে, বিজ্ঞাপন দেখানো হয় খুব কম এবং প্রতিদিন টিউন আপডেট করা হয়।

এখনি নিয়ে নিন  সাপ্তাহিক চাকরির সার্কুলার অ্যাপস, নিজের মোবাইলে পড়ুন প্রতি শুক্রবারের সাপ্তাহিক চাকরির খবর ছাড়াও, এই অ্যাপস পাবেন প্রতি শুক্রবারের প্রথম আলো এবং যুগান্তর সহ সকল জাতীয় পত্রিকার স্পেশাল চাকরির পাতা।

গুগল প্লে স্টোর লিঙ্ক ঃ

সাপ্তাহিক চাকরির সার্কুলার ইন্সটল করুন এখানে

এই টিউনটি ফেসবুকে শেয়ার করতে ভুলবেন না, শেয়ার করে জানিয়ে দিন আপনার বন্ধুদের। শেয়ার করতে টিউন এর উপরে বা নিচে থাকা ফেসবুক শেয়ার বাটন পাবেন। ধন্যবাদ।

নিয়মত চাকরির আপডেট দেখুন ঃ চাকরিব্লগে 

ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন >> ফেসবুক গ্রুপ 

 

Level 0

আমি আবির মিলন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

প্রিয় টেকটিউনস পাঠক, আমি এম আবির মিলন , পড়ছি কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং টেকনোলজিতে । ভালোবাসি গান শুনতে আর ঘুরে বেড়াতে । আমার টেকটিউনস এ যুক্ত হওয়ার উদ্দেশ্য হল , এই টেকটিউনস এর জ্ঞানের সমুদ্র থেকে নিজে শেখা এবং আমার জ্ঞান নামক ছোট্ট হাড়ি থেকে কিছু বন্টন করা ।ধন্যবাদ


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রিয় ,

আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব,

টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি। টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।

ছদ্ম ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact পরিহার করে আপনার প্রকৃত/আসল ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact দিন। যেহেতু টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করা হবে।

সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।

বিশেষ নোট: আপনি যদি পূর্বে আমাদের এই ম্যাসেজ পেয়ে ফর্মটি সাবমিট করে থাকেন তবে আর পুনরায় সাবমিট করার প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি এখনও আমাদের এই ফর্মটি পেয়ে সাবমিট করে না থাকেন তবে অবশ্যই এখনই সাবমিট করুন এবং সাবমিট করার পর অবশ্যই আমাদের এই ম্যাসেজের রিপ্লাই দিন।

ধন্যবাদ আপনাকে।

ভাই সরকারি চাকরির খবর ২০১৯ কি এই এপে পাওয়া যাবে?