Whats up Tech Lovers!
কেমন আছেন আপনারা? আমি আর জেড সিয়াম আছি আপনাদের সাথে টেকনোলজির খুঁটিনাটি নিয়ে।
আজ আমি দেখাবো কিভাবে আপনার মোবাইল আপনার ডাকে সাড়া দেবে! কি? মাথা গরম হয়ে গেলো নাকি? না, আমি আর দশ জনের মতোন টাইটেলে একটা আর কাজে আরেকটা করবো না। আজ যে সিস্টেম দেখাবো,তাতে খুব সহজেই একটু বুদ্ধি খাটিয়ে আপনার জি এফ এর অভাব কিছুটা হলেও দূর করতে পারবেন।
এর জন্য দরকার হবে আপনার এন্ড্রয়েড ফোন আর একটি বিশেষ সফটওয়্যার। পুরো পদ্ধতি লিখে বোঝানো সম্ভব নয়। তাই ভিডিওটি দেখুন। ভিডিওটি দেখার পর যদি মনে হয় কাজ করবে না,তবে আমার টিউনে রিপোর্ট মারতে পারেন।আমার কোনো আপত্তি নেই। তবে না দেখে কেউ টিউমেন্ট করবেন না!
ভিডিওটি ভাল্লাগলে অবশ্যই টিউমেন্ট করে বলুন আর বলুন আপনারা কোন ধরনের ভিডিও চাচ্ছেন!
আমি চেষ্টা করছি আর দশ টা লুল ইউটিউব চ্যানেলের মতো উরাধুরা টাইটেলে ভিডিও আপলোড না দিয়ে,মানুষকে টেকনোলজির আসল দিকটা সম্পর্কে জানাতে। আবারও আসবো নতুন ভিডিও টিউন নিয়ে। সেই পর্যন্ত " ভালো রাখবেন,ভালো থাকবেন " 😉
আমি আর জেড সিয়াম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টেকটিউনস থেকে আপনার টিউনের নীতিমালা ভঙ্গের বিষয় সংশোধন করে দেওয়া হলো। আপনার টিউনটি লক্ষ করুন এবং খেয়াল করুন কোন কোন বিষয় সম্পাদনার মাধ্যমে আপনার টিউনটিকে টেকটিউনস নীতিমালার অধীনে নিয়ে আসা হয়েছে। আপনার পরবর্তী সকল টিউনে টেকটিউনস নীতিমালা মেনে চলার জন্য অনুরোধ করা হল।
টেকটিউনস দ্বারা সংশোধিত অংশ পুনরায় পরিবর্তন করে আবার নীতিমালার ভঙ্গের বিষয় অন্তর্ভুক্ত করা হলে এবং আপনার পরবর্তী টিউনে এ বিষয়ের পুনরাবৃত্তি হলে পুনরায় কোন প্রকার সতর্ক বিজ্ঞপ্তি না দিয়েই টিউন অপসারণ/মুছে ফেলা এবং বারংবার নীতিমালা ভঙ্গের জন্য টিউনারশীপ সাময়িক বা স্থায়ি ভাবে বরখাস্ত করা হতে পারে।
আশা করি আপনি টেকটিউনস নীতিমালার প্রতি শ্রদ্ধাশীল থাকবেন এবং আপানার মৌলিক, নিজেস্ব , অভিনবত্য আর উদ্ভাবনী জ্ঞানের প্রয়োগ ঘটাবেন এবং টেকটিউনস কমিউনিটিকে মানসম্মত ও গঠনমূলক টিউন উপহার দিয়ে টেকটিউনেসর সুন্দর, আন্তরিক ও সাবলীল পরিবেশ ও টেকটিউনসের ধারা বজায় রাখবেন।