Share And Save নোট সেইভ করার ভালো একটি এন্ড্রয়েড এপ্লিকেশন। আপনার ওয়েব ব্রাউজার থেকে লেখা সংরক্ষণ করতে চেয়েছেন, যেন তা ভবিষ্যতে কাজে লাগে? কাজটা কতটা কঠিন, একঘেয়ে, আর সময় সাপেক্ষ। সেই কাজটাকেই সহজ করতে Share And Save সফটওয়ার। যদি আপনি অন্য কোন এপ থেকে আপনার পছন্দের ছবি (image) টি সংরক্ষণ করতে চান, তবেও এই সফটওয়ার টি আপনার দরকার হবে।
এটি যে কোন সফটওয়ার থেকে লেখা বা ছবি সংরক্ষণ করার একটি স্বয়ংসম্পূর্ণ এপ্লিকেশন। লেখা বা ছবিটি বাছাই করুন, এবং শেয়ার (share) করুন Share And Save কে, এই সফটওয়ার আপনার লেখা বা ছবিটি সংরক্ষণ (save) করে রাখবে মাত্র এক ক্লিকে। পরবর্তীতে আপনি আপনার সংরক্ষণ-কৃত লেখা বা ছবি দেখতে পারবেন, সম্পাদন (edit), মোছা (delete) ইত্যাদি সব করতে পারবেন।
প্রথমে ব্রাউজার থেকে টেক্সট সিলেক্ট করুন।
এখন share করে share and save এপকে দেখিয়ে দিন।
share and save এপ থেকে সেইভ দিন।
আর একটি বড় সুবিধা হল যেইসব ব্রাউজারে শেয়ার অপশন নেই। সেইসব ব্রাউজারের লেখা সেভ করার জন্য share and save এপটা ওপেন করে ক্লিপবোড মনিটর টিক দিন। এখন ব্রাউজার থেকে লেখা কপি করে share and save এপ ওপেন করুন। অটোমেটিক লেখা পেস্ট হয়ে যাবে।
এখন আপনার কাজ শেষ। ভবিষ্যতে আপনার দরকারি নোট পরতে পারবেন, এডিট করতে পারবেন, share করতে পারবেন, আপনার নোটের উপর লংপ্রেস করে অন্য কোন টেক্সট ভিউয়ার দিয়ে পরতে পারবেন এবং এই নোটগুলি আপনার মেমোরি কার্ডে সংরক্ষণ হয়ে থাকবে।
আমি sunjil। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 42 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
thanks