মজায় মজায় অংক শিখুন। Math Games অফলাইন অ্যাপস

আশা করছি সবাই ভাল আছেন। অংকে ভাল দক্ষতা থাকা সবার জন্য খুব গুরুত্বপূর্ন তাই আজ আপনাদের সাথে শেয়ার করব আরো একটি মজার এবং শিক্ষনীয় অ্যাপস MATH GAMES নাম শুনেই আশা করছি বুঝে ফেলছেন এটা একটা গেম যার মাধ্যমে আপনার ক্যালকুলেশন স্কিল বাড়াতে পারবেন। এই গেমসটি বাচ্ছাদের জন্য খুবই প্রয়োজনীয় একই সাথে বড়দের জন্য। গেমস খেলুন আর আপনার ক্যালকুলেশন স্কিল বাড়ান।

কয়েকটি ক্যাটগীতে গেমস খেলার অপশন রয়েছে এখানে। গেমস খেলা শুরু করার আগে আপনি টামই সেট করে নিতে পারবেন, যত কম সময় সেট করবেন আপনাকে তত দ্রুত উত্তর করতে হবে। খেলা শেষে আপনি কত স্কোর করেছেন তা শেয়ার করতে পারবেন আপনার বন্ধুদের সাথে। রয়েছে স্কোর বোর্ড কে কত স্কোর করছে তা দেখা যাবে স্কোর বোর্ডে। অ্যপটি শেয়ার করুন আপনার বন্ধুর সাথে এবং দেখুন কে সবচেয়ে বেশী স্কোর করতে পারে।

দেখে নিন গেমসটির ফিচার গুলো:

  • - Math Games Randomly.
  • - Addition examples.
  • - Subtraction examples.
  • - Multiplication examples.
  • - Division examples.
  • - Large count of levels with different difficulty, over 100 levels

এখনি ইনস্টল করে ফেলুন গেমসটি এবং যাচাই করে নিন আপনার ম্যাথমেটিক্যাল স্কিল।

Play Store Link  :

https://play.google.com/store/apps/details?id=com.dimiklab.mathgames

অফলাইন অ্যাপস হবার কারনে ইন্টারনেট কানেকশন ছাড়াই আপনি Math Games অ্যাপসটি ব্যবহার করতে পারবেন। Math Games অ্যাপসটি আপনার ম্যাথমেটিক্যল স্কিল বৃদ্ধিতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অপশন গুলো          সময় নির্ধারন করে নিন               শুরু করুন খেলা             স্কোর শেয়ার করুন

 

আশা করছি টিউনটি সবাই শেয়ার করবেন এবং অ্যাপসটি ইনস্টল করে আপনার গুরুত্বপূর্ণ রেটিং এবং রিভিউ দিবেন। রেটিং এবং রিভিউই পরবর্তী কারের অনুপ্রেরনা। অ্যপটি সম্পর্কে কোন মতামত থাকলে টিউমেন্টস করবেন। ধন্যবাদ সকলকে

Level 0

আমি জুবায়ের হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি জুবায়ের হোসেন ভাল লাগে অ্যাপস ডেভেলপমেন্ট করতে এবং অ্যাপস নিয়ে অ্যনালাইসিস করতে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস