হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এমন একটি এপ্, যা তোমরা এতোদিন খুঁজছিলে। বিভিন্ন দামী দামী মোবাইলে এই এপ্ টি বিল্ট-ইন অবস্থায় থাকে (যেমন, আইফোন, ব্লাকবেরি, ইয়াসাকি ইত্যাদি)। কিন্তু আমরা যারা কম কনফিগারেশনের ফোন ইউজ করি তারা এরকম ফিচার কল্পনাও করতে পারিনা। তাই আমাদের এই এপ্ টি একমাত্র ভরসা হতে পারে।
তো চলো এটি ডাউনলোড করার আগে এর সম্পর্কে কিছু জেনে নেয়া যাক। AcDisplay হলো এন্ড্রয়েড এর নোটিফিকেশনের জন্য অত্যাধুনিক নোটিফিকেশন এপ্। এটা যেকোন নোটিফিকেশনের জন্য (যেমন, ম্যাসেজ, মিসড কল, ফেসবুক ইত্যাদি) তোমাকে ছোট পরিসরে, সুন্দর ডিজাইনিং এর মাধ্যমে সরাসরি এলার্ট করবে লক স্ক্রিনের উপরে।
আর তুমি তোমার পকেট থেকে বের করে লক স্ক্রিন না খুলেই সব নোটিফিকেশন গুলো দেখতে পারবে শুধুমাত্র একটি ক্লিকের মাধ্যমে। কি অবাক হচ্ছো? ভাবছো লক স্ক্রিন না খুলেই কি করে নোটিফিকেশন দেখা যায়! হ্যা বন্ধুরা, এটাই এই এপ্ এর বিশেষত্ব। এটির আছে সুন্দর স্ক্রিন, সুপার ফাস্ট এক্সেস আর সিম্পলিসিটি। এটি কোন প্রকার ডাটা কানেকশন ব্যবহার করে না, তাই ইন্টার্নেট থেকে কোন প্রকার এমবি যাওয়ার ভয় নেই। এটি ফোনে আসা সকল বার্তা এক্সেস করতে পারে।
এটি একটিভ করলে ব্যাটারির চার্জ সেভ হয়। কারণ তুমি ফোনের লক না খুলেই সকল নোটিফিকেশন দেখতে পারো।
এটি খুবই সিম্পল এবং খুব কম মেগাবাইটের একটি এপ্। তাই মেমোরি কার্ডের জায়গাও কম লাগে। এবার চলো দেখে নেই এর ফিচার গুলি। ফিচারঃ -সুন্দর ডিজাইন, অসাধারণ পারফর্মেন্স -একটিভ মোড (যা মোবাইলের সেন্সর ব্যবহার করে নোটিফিকেশন দেখায় ঠিক যখন তোমার দরকার হয়) -মোবাইলের স্ক্রিন লক থাকা অবস্থায় মেসেজ, কল, মেসেঞ্জার, এপস্ ইত্যাদি এক্সেস করার সুযোগ -অসাধারণ স্থায়িত্ব -ব্যাটারির সেভিং বৃদ্ধি এতোসব সুবিধা দেখে নিশ্চই এখুনি তোমার এই এপ্ টি ডাউনলোড করতে ইচ্ছে হচ্ছে, তাই না? তাহলে নিচের ডাউনলোড -এ ক্লিক করে এক্ষুনি ডাউনলোড করে নাও অসাধারণ এই এপস্ টি।
যদি টিউনটি ভালো লেগে থাকে তাহলে তোমার প্রিয় টিউনে এড করে নাও আর বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ!
আমি ঝুমুর হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রিয় টিউনার ,
আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব, টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি।
টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।
সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।
ধন্যবাদ আপনাকে।