মোবাইলের ম্যাসেজ মেমরিতে ট্রান্সফার করুন বা অন্য মোবাইলে নিন

আসসালামু ওয়ালাইকুম

কেমন আছেন সবাই, আশা করি ভালো আছেন আমি মোহাম্মদ নিরব আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হল কিভাবে আপনি আপনার এন্ড্রয়েড মোবাইলের এসএমএস কিভাবে আপনার মেমরি কার্ডে ব্যাকআপ রাখবেন এবং পুনরায় কিভাবে ফিরিয়ে নিয়ে আসবেন।

তো বরাবর এর মত আগেই বলে দিচ্ছি কারো যদি লেখা পড়তে বিরক্ত লাগে তাহলে লেখা না পরে নিচের ভিডিও তে দেখুন কারন আমি যেকোনো টিউন লেখার পাশাপাশি ভিডিও তেউ বুঝিয়ে দেই। তো এবার কাজের কথা আশি আমাদের প্রাই অনেক সময় মোবাইল রিসেট মারতে হয় বা যেকোনো কারন এক মোবাইল থেকে আরেক মোবাইল এসএমএস ট্রান্সফার করতে হয় যেটা অনেকেই করতে পারি না তো আমি আজকে শেটাই দেখাচ্ছি কিভাবে করবেন
প্রথমে আপনি এই অ্যাপসটি ডাউনলোড করে নিন

তারপর এটাকে ওপেন করুন ওপেন করার পর দেখবেন backup লেখা আছে সেটাতে ক্লিক করে ok তে ক্লিক করুন তাহলেই আপনার এসএমএস মেমরি তে চলে যাবে এখন আপনি আপনার এসএমএস ডিলেট করে দিলেও কোন প্রবলেম হবে না আপনি আই এসএমএস পুনরায় আনতে চাইলে অ্যাপসটি ওপেন করুন restore লেখা দেখবেন সেখানে ক্লিক করলেই আপনার এসএমএস পুনরায় মোবাইল এর ম্যাসেজ অপশনে চলে আসবে।

কিভাবে কি করতে হবে ভিডিও তে দেখতে চাইলে নিচে দেখুন

আর যদি অন্যকোন মোবাইলে নিতে চান তাহলে ওই মোবাইলে আপনার মেমরি টি ভরে sms backup এর অ্যাপস টা ওপেন করুন তারপর সব আগের মত করুন। আশা করি বুঝতে পেরেছেন আর যদি না বুঝেন তাহলে আমাকে টিউমেন্ট এ জানান আমি হেল্প করব, লেখায় কথাও ভুল হলে মাপ করবেন।

ধন্যবাদ

Level 3

আমি নিরব হোসেইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

নিরব হোসেইন ভাই, ব্যাকআপকৃত এস এম এস প্রিন্ট করব কিভাবে, জানালে উপকৃত হতাম। আপনার টিউনের জন্য ধন্যবাদ।

    আপনি কি কাগজে প্রিন্ট এর করার কথা বলছেন। নাকি পুনরায় ফিরিয়ে আনার কথা বলছেন

প্রিয় টিউনার ,

আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব, টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি।

টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।

সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।

ধন্যবাদ আপনাকে।