আপনার ছবিকে আরো সুন্দর ও আকর্ষনীয় করে তুলোন প্রফেশনাল দের মত এন্ড্রয়েডের ছোট্ট একটি এপ্স (Picsart) দিয়ে।

বন্ধুরা কেমন আছেন। আশা করি ভালো। আমিও আপনাদের দোয়ায় ভালো ই আছি। আজকে আবার নতুন একটা টিউন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি।

আজ কে আমি দেখাব কীভাবে PicsArt দিয়ে খুব সহজে ছবিতে Colour Effect এবং Softlight Effect দিয়ে ছবিকে আকর্ষনীয় করে তুলা যায়। এটা খুবই সহজ কাজ একটু চেষ্টা করলেই পারবেন। আর এর জন্য আপনার দরকার হবে Picsart নামক একটা এপ্স। কথা না বাড়িয়ে সরাসরি Play Store থেকে Picsart সফটওয়্যার টা ডাউনলোড করে ফেলুন আর কাজ শুরু করে দিন।

এই এপ্স দিয়ে আপনি খুব সহজে Colour Effect এবং Softlight Effect দিতে পারবেন এবং ছবিকে নিজের মনের মতো করে সাজিয়ে ছবিতে দিতে পারবেন এক অন্য রকম look। ছবিকে Edit করতে পারবেন professional দের মতো। আপনাদের মধ্যে যাদের Picsart সফটওয়্যার টি নেই।    তারা প্লে স্টোর থেকে আপনার মোবাইলের সার্ভিস অনুযায়ী ডাউনলোড করে নিতে পারেন। টিউটরিয়ালে খুব সহজ ভাবে দেখানো হয়েছে কিভাবে আপনি আপনার ছবিতে এরকম Effect দিতে পারবেন।

তো আমরা কথা না বাড়িয়ে এবার টিউটরিয়ালে চলে যায়। সবাই ভালো ভাবে টিউটোরিয়ালটা দেখবেন।

যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে প্লিজ টিউমেন্ট করে জানাবেন। সামনে আপনাদের কে আরো অনেক নতুন নতুন টিউটোরিয়াল দেওয়ার আশা করছি।  সবাই আমার জন্য দোয়া করবেন।  সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।

Level 0

আমি সজীব বিশ্বাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রিয় টিউনার ,

আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব, টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি।

টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।

সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।

ধন্যবাদ আপনাকে।