আসসালামু আলাইকুম,
কেমন আছেন সবাই আশা করি ভাল আছেন। অ্যান্ড্রয়েড গেইম লাভার দের জন্য আজকের নতুন টিউন আর টিউনের বিষয় হল Mission Zombie Attack গেইম। Mission Zombie Attack গেইম একটি অ্যাডভেঞ্চার বেসড অ্যাকশন গেইমস, যেটা খেলতে খুব চ্যালেঞ্জিং লাগবে আর মজা লাগবে এর ফলে মোবাইলে কোন চাপ আসবে না। কারন এর সাইজ খুব ই কম। আর আমি এ ধরনের গেইমস ই পছন্দ করি যেগুলা খেলতে গেলে মোবাইল হ্যাং করে না। যেহেতু এটি একটি শুটিং গেইম তাই মজাটা আর একটু বেশি।
Zombie তাদের বলা হয় যারা জীবিত কিন্তু বাস্তবে মৃত, এরা ডাকিনীবিদ্যার সাহাজ্যে পরিচালিত হয় এবং জীবিত লোকদের মেরে ফেলতে চাই। এদের বিরুদ্ধে আপনাকে যুদ্ধ করতে হবে, এরা আপনাকে মারার জন্য দলে দলে আসবে আর আপনার শুট্যার গান দিয়ে গুলি করে মারতে হবে এদের, যত মারতে পারবেন তত উপরের লেভেলের খেলা খেলতে পারবেন। ভালভাবে Attack দিতে না পাতলে নিজেকেই মরতে হবে। কথায় নয় বাস্তবে খেলে বুঝে নিন গেইম টি কেমন। সরাসরি প্লে স্টোরের লিঙ্ক দিয়ে দিলাম, ইন্সটল করে নিন।
Mission Zombie Attack ইন্সটল করুন প্লে স্টোর থেকে, এখানে ক্লিক করে
আমার কাছে গেইমটি খুব ভালো লেগেছে। গেইমস টির সাইজ খুব বেশি নয়, তাই হালকা, র্যাম বেশি লোড দিবে না, ডাউনলোড করতেও বেশি এমবি যাবে না। মাত্র ৫ এমবি এর কাছাকাছি। তাই দেরি না করে গেইমটি ইন্সটল করে নিজেও খেলা শুরু করুন, বাচ্চা কাচ্চা থাকলে তাদের ও খেলতে দিন। গেইম মানেই বিনোদন আর চ্যালেঞ্জ।
এই টিউনটি ফেসবুকে শেয়ার করতে ভুলবেন না, শেয়ার করে জানিয়ে দিন আপনার বন্ধুদের। শেয়ার করতে টিউন এর উপরে বা নিচে থাকা ফেসবুক শেয়ার বাটন পাবেন। ধন্যবাদ।
আমি আবির মিলন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রিয় টেকটিউনস পাঠক, আমি এম আবির মিলন , পড়ছি কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং টেকনোলজিতে । ভালোবাসি গান শুনতে আর ঘুরে বেড়াতে । আমার টেকটিউনস এ যুক্ত হওয়ার উদ্দেশ্য হল , এই টেকটিউনস এর জ্ঞানের সমুদ্র থেকে নিজে শেখা এবং আমার জ্ঞান নামক ছোট্ট হাড়ি থেকে কিছু বন্টন করা ।ধন্যবাদ
প্রিয় টিউনার ,
আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব, টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি।
টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।
সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।
ধন্যবাদ আপনাকে।