যেভাবে Android ফোন দিয়ে ইন্টারনেট কানেকশন ছাড়াই Android App বানাবেন (মেগা টিউন)

আচ্ছা, অ্যান্ড্রয়েড ফোন দিয়ে কি ইন্টারনেট কানেকশন ছাড়াই অফলাইনে Android App বানানো যায়? অনলাইনে তো বানানো যায়? কিন্তু অফলাইনে তাও আবার অ্যান্ড্রয়েড ফোন কিভাবে App বানানো সম্ভব। সবই সম্ভব হবে। তো চলুন শুরু করি।

Requirements

  • 1. একটা Android Phone
  • 2. DroidEra System Source
  • 3. ব্যাসিক HTML জ্ঞান
  • 4. CSS & JavaScript জানা থাকলে তো কথাই নাই। জানা না থাকলে problem হবে না।

HTML জানা থাকলে সুবিধা

  • 1. অ্যাপের Homepage এডিট, কাস্টমাইজ করতে পারবেন.
  • 2. New Page Add, Edit, কাস্টমাইজ করতে পারবেন।
  • 3. বিজ্ঞাপন (Ads) বসিয়ে আয় করতে পারবেন।
    বিঃদ্রঃ HTML সম্পর্কে ভালো একটা ধারণা থাকলে যথেষ্ট। এজন্য HTML এর উপরে বিশেষ কোর্স করতে হবে না। যেমন দিয়ে ট্যাগ শুরু হয় & দিয়ে শেষ হয়। = এরপর " " এইটা বসে।

Droidera আপনাকে যা যা ফ্রিতে দিচ্ছে:

  • 1. এইটা হেব্বি টেম্পলেট, যার বাজারমূল্য 1360 টাকা (মানে $17)
  • 2. তারা আপনার অ্যাপে কোনো বিজ্ঞাপন দিবে না।
  • 3. তারা আপনার অ্যাপে কোনো ক্রেডিট লিংক বা Text দিবে না। যেমনঃ Powered by Droidera, etc এগুলো দিবে না।
  • 4. ফাস্ট সার্ভার + আনলিমিটেড ডিস্ক।

কিভাবে Droidera দিয়ে অ্যাপ বানাবো?

আমি জানি না যে আপনাদের লিখে বুঝাতে পারবো কিনা। সেই জন্য আমি একটা ভিডিও টিউটোরিয়াল বানিয়েছ যে, কিভাবে Droidera দিয়ে অ্যাপ বানাতে হয় (without internet connection). খুবই সহজ। আশা করি, একবার ভিডিও দেখলেই পারবেন।

Droidera দিয়ে কোন কোন ক্যাটাগরির অ্যাপ বানাতে পারবো?

  • 1. Personal app
  • 2. Live TV/ Movie app
  • 3. IP changer app
  • 4. Website/Blog app
  • 5. Music app.
  • 6. HTML5 based game app.

Droidera দিয়ে কি Advanced লেভেল এর App বানানো যাবে?

না, উপরের ৬ ক্যাটেগরি বাদে অন্য কোনো ক্যাটেগরির অ্যাপ বানাতে পারবেন না। সবই যদি DroidEra দিয়ে Android ফোনে করতে চান তাহলে Android studio সফটওয়্যার এর দরকার কেন?
ধন্যবাদ।

Level 0

আমি হাবলু উসামা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 65 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হাবলু উসামা। আমার সম্পর্কে বিস্তারিত জানতে হলে: এখানে ক্লিক করুন। ধন্যবাদ!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস