বাংলা ভাষায় যত বাংলাদেশী অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন!

১. Shopkeeper (দোকানদার)

অ্যান্ড্রয়েড সফটওয়্যার
আপনার ব্যবসার সকল বাকী লেনদেনের হিসাব রাখুন অ্যাপের মাধ্যমে!
ডাউনলোড করুন

অ্যাপটির সুবিধাদি:

  • * অ্যাপটি আপনি বাংলা কিংবা ইংলিশ ভাষায় চালাতে পারবেন।
  • * আপনার ব্যবসার কাস্টমারদের লিস্ট করতে পারবেন।
  • * এক ক্লিকে কাস্টমারদের প্রয়োজনে কল করতে পারবেন।
  • * প্রতিদিনের কাস্টমারদের বাকী লেনদেন লিপিবদ্ধ করতে পারবেন।
  • * প্রতিটি কাস্টমার এর এক নজরে কত টাকা বাকী,পরিশোধ এবং বর্তমান বাকী রয়েছে তা দেখতে পারবেন।
  • * আপনার সম্পূর্ণ ব্যবসায় কত টাকা বাকী,পরিশোধ,বর্তমান বাকী তা এক নজরে দেখতে পারবেন। (গ্রাফ)
  • * প্রতিটি কাস্টমারের বিস্তারিত লেনদেন দেখতে পারবেন।
  • * লাইভ কাস্টমার সার্চ করতে পারবেন।
  • * লেনদেন গুলো সহজে সার্চ করতে পারবেন।
  • * কাস্টমার তথ্য সম্পাদন।
  • * লেনদেনের তথ্য সম্পাদন।
  • * অ্যাপের ভাষা পরিবর্তন।
  • * ডাটা ব্যাকআপ-রিস্টোরের সুবিধা।
  • * অ্যাপে পাসওয়ার্ড লগিন সুবিধা।

 

2. Pocket Bank!

আপনার সকল ব্যাংক লেনদেনের হিসাব রাখুন অ্যাপে-ই।
অ্যাপ ডাউনলোড
অ্যাপ ব্যবহার টিউটোরিয়াল: https://youtu.be/v2dkWnnbAP8

কেন দরকার?

আমাদের প্রায় সবার-ই একটি বা একাধিক ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। প্রতিটি ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন করে থাকি, এসব অ্যাকাউন্টে কি পরিমান ব্যালেন্স আছে বা কোন দিন কত জমা উত্তোলন করা হয়েছে তার হিসাব রাখা হয় না খাতা কলমে। ব্যাংকে গিয়ে জানা তা সময় সাপেক্ষ। সবগুলো অ্যাকাউন্ট মিলে বর্তমান কত টাকা আপনার আছে সব হিসাব সহজে ম্যানেজ করা যাবে এই অ্যাপটির মাধ্যমে।

সিকিউরিটি

  • - অ্যাপটি ব্যবহারে লগইন সিস্টেম রয়েছে যাতে যেকেউ আপনার হিসাব দেখতে না পারে।
  • - অ্যাপটি অফলাইন তাই সমস্ত হিসাব আপনার ডিভাইসে সংরক্ষিত হবে।
  • - অ্যাপটিতে আপনার রিয়েল ব্যাংক তথ্য দেয়ার দরকার নেই, শুধু একটি অর্থবহ নাম দিয়েই সকল লেনদেন রাখা যাবে।
  • - অ্যাপটিতে ডাটা ব্যাকআপ রাখার সিস্টেম রয়েছে।
  • - ডাটা রিস্টোর সিস্টেম রয়েছে।

অ্যাপের সুবিধাদি

  • - English, Bangla ভাষায় অ্যাপটিতে কাজ করা যাবে।
  • - খুবই সহজ সাবলিল ও সুন্দর ইন্টাফেস।
  • - ড্যাসবোর্ডে সকল অ্যাকাউন্টের একটি ব্যালেন্স গ্রাফ রয়েছে যা সব অ্যাকাউন্টের ওভারভিউ দিবে।
  • - সর্বশেষ ৫টি লেনদেন দেখবে পাবে ড্যাসবোর্ডে।
  • - আনলিমিটেড ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করতে পারবেন।
  • - ভিন্ন ভিন্ন অ্যাকাউন্ট ম্যানেজ করতে পারবেন।
  • - লেনদেনগুলো ম্যানেজ করা যাবে।
  • - প্রয়োজনে যেকোন তথ্যা এডিট,ডিলিট করার ব্যবস্থা রয়েছে।
  • - খুব সহজে তথ্য বেব করার সার্চ সিস্টেম।
  • - ডাটা ব্যাকআপ রিস্টোরের সুবিধা।
  • - নিরাপত্তার জন্য লগিন সিস্টেম।
  • - আরো অনেক ...

 

3.Chittagong Contacts

Download
চট্টগ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ন ফোন নাম্বার নিয়ে অ্যাপ। ডাউনলোড করে রাখুন যেকোন সময় কাজে লাগতে পারে বিপদে-আপদে।

4. নাম্বার সিস্টেম (Number System)

ফ্রি অ্যাপ ডাউনলোড করুন
HSC (ICT), IT, CSE সহ সকল শিক্ষার্থীদের জন্য বাংলা ভাষায় নাম্বার সিস্টেম কনভার্শন করা ও শেখার ফ্রি অ্যান্ড্রয়েড অ্যাপ।

 

5. মোবাইল চার্জ ক্যালকুলেটর

অ্যাপ ডাউনলোড
Robi-Airtel, Banglalink, Teletalk কিংবা GP যেকোন অপারেটরের প্যাকেজ কিংবা কল রেটের সাথে আপনাকে কত টাকা ভ্যাট,এসডি,এসসি দিতে হবে বের করুন অ্যাপ দিয়ে।

6. BD Bank Interest

Download Url
আমরা যারা Fixed Deposit বা ব্যাংকের ইন্টারেস্ট রেট জেনে ব্যাংকের সাথে বিভিন্ন প্রকার লেনদেন করি তাদের জন্য আমি আজ শেয়ার করছি একটি অ্যান্ড্রয়েট অ্যাপ BD Bank Interest. অ্যাপটিতে আপনি প্রতি মাসে বাংলাদেশের সকল ব্যাংকের ইন্টারেস্ট রেট পাবেন।
January-17 Interest Rates Updated

অ্যাপের সবিধাদি

  • - খুবই সহজ সাবলিল ও সুন্দর ইন্টাফেস।
  • - প্রতিমাসে আপডেট বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী।
  • - খুব সহজে তথ্য বেব করার সার্চ সিস্টেম।
  • - আরো অনেক ...
  • - ক্রমান্নয়ে আরো সুবিধা যোগ হবে।

 

7. BD Post Code

Download
সহজে-ই বাংলাদেশের সকল জেলার টিউন কোড খুজে নিন!

8. BTEB CGPA

Download
ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং CGPA ক্যালকুলেটর অ্যান্ড্রয়েড অ্যাপ। এখন সহজেই আপনার CGPA বের করুন।
- 2010,2016 probidhan CGPA calculation.
- Simple to use.
- Nice User Interface
- Auto calculation CGPA.
- More features coming soon.

Level 2

আমি হারুন রশীদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 65 টি টিউন ও 115 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস