আসসালামু আলাইকুম,
কেমন আছেন সবাই আশা করি ভাল আছেন এবং থাকবেন। আজ আমার টিউন এর টপিক্স " শুধুমাত্র এইচ টি এম এল দিয়ে সহজেই তৈরি করুন অ্যান্ড্রয়েড অ্যাপস "। অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরির কথা ভাবলেই নিজেকে ডেভেলপার মনে হয়। এক সময় নিজেও ভাবতাম যদি আমি অ্যান্ড্রয়েড অ্যাপস মেক করতে পারতাম, যদি আমি জাভা পারতাম। আসলে সবাই নিজেকে নিয়ে সপ্ন দেখতে ভালবাসে।
এবার মুল কথাই আসি, অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করতে হলে জাভা জানাটা খুব খুব জরুরী। অ্যান্ড্রয়েড স্টুডিও নড়াচড়া করতে গেলেও জাভা তুকতাক জানতে হয়। কিন্তু প্রথম ধাপে জাভা না জেনেও অ্যান্ড্রয়েড অ্যাপস মেক করতে পারেন তবে এটা জাভার বিকল্প হবে না। খুব ভাল এবং প্রফেশনাল মানের অ্যাপস মেক করতে জাভার কোন বিকল্প নাই। তবে এইচ টি এম এল দিয়ে আমরা ছোটখাটো কাজে লাগা টেক্সটভিউ টাইপের অ্যান্ড্রয়েড অ্যাপস মেক করতে পারি।
যেমন এই অ্যান্ড্রয়েড অ্যাপস টি দেখুনঃ হাদীসের রত্ন ভান্ডার
আপনারা যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন, তারা নিশ্চয় প্লে থেকে বাংলা অ্যান্ড্রয়েড অ্যাপস যেমন - বাংলা কবিতা অ্যাপস, হাদিসের অ্যাপ্স, বিভিন্ন টিপস এর অ্যান্ড্রয়েড অ্যাপস ইন্সটল করছেন। এই ধরনের অ্যান্ড্রয়েড অ্যাপস এইচ টি এম এল দিয়ে খুব সহজেই করতে পারবেন। যারা আগ্রহ নিয়ে শিখতে চান তারা নিচের ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন, ফেসবুকে বিস্তারিত টিউন করা হবে এবং আলোচনা করা যা যাবে ঃ
ফেসবুক গ্রুপঃ ফেসবুক গ্রুপে জয়েন করুন
তো এই ধরনের অ্যাপস করতে গেলে আপনাকে যা যা জানতে হবে, তা হল এইচ টি এম এল, সি এস এস, বুস্টট্রাপ রেসপনসিভ ্সি এস এস, ডব্বিউ ৩ সি এস এস। এগুলা জানলে আপনি খুব সহজেই অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করতে পারবেন।
তারপর যেকোন একটি অ্যাপস ডেভলপমেন্ট প্লাটফর্ম এ আপনি অ্যান্ড্রয়েড অ্যাপস মেক করতে পারবেন। আজ এ পর্যন্তই, পরে এই বিষয়ে বিস্তারিত একটা মেগা টিউন করব। আজকের মত আল্লাহ হাফেজ। এই টিউনটি ফেসবুকে শেয়ার করতে ভুলবেন না, শেয়ার করে জানিয়ে দিন আপনার বন্ধুদের। শেয়ার করতে টিউন এর উপরে বা নিচে থাকা ফেসবুক শেয়ার বাটন পাবেন। ধন্যবাদ।
আমি আবির মিলন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রিয় টেকটিউনস পাঠক, আমি এম আবির মিলন , পড়ছি কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং টেকনোলজিতে । ভালোবাসি গান শুনতে আর ঘুরে বেড়াতে । আমার টেকটিউনস এ যুক্ত হওয়ার উদ্দেশ্য হল , এই টেকটিউনস এর জ্ঞানের সমুদ্র থেকে নিজে শেখা এবং আমার জ্ঞান নামক ছোট্ট হাড়ি থেকে কিছু বন্টন করা ।ধন্যবাদ
ধন্যবাদ।