আসসালামু আলাইকুম,
কেমন আছেন সবাই আশা করি ভাল আছেন। আমি আজ যে বিষয় নিয়ে লিখতে যাচ্ছি, এমন একটি অ্যান্ড্রয়েড অ্যাপস যার মাধমে আপনারা বাংলাদেশের সকল অনলাইন চাকরির পত্রিকার চাকরির সার্কুলার। অ্যাপস টির নাম " চাকরির খোজ "। এতে ডিফল্টভাবে বাংলাদেশের টপ এবং প্রচলিত চাকরির পত্রিকাগুলো যোগ করা আছে। আপনি শুধু ক্লিক করেই দেখতে পারবেন আপনার পছন্দের জব সাইট। আশা করি চাকরি যারা খুজতেছেন, তাদের অনেক অনেক উপকারে আসবে অ্যাপস টি।
বাংলাদেশের টপ চাকরির পত্রিকাগুলো আপনি এই অ্যাপস এর মাধ্যমেই দেখতে পাবেন এবং আবেদন করতে পারবেন। চাকরি দূরে নয়, চাকরিকে খুজে বের করুন। অ্যাপটির ডিজাইন টাও খুব বেটার হইছে, সাইজ ও খুব কম। আর জবস সাইট ভিউ না করলে এমবি খরচ হওয়ার কোন চান্স নাই। তাই দেরি না করে এখনি নিয়ে নিন এই সুন্দর এবং দরকারি আপসটি। আর খুজতে থাকুন আপনার মন মত চাকরি। অ্যাপস টি গুগল প্লে স্টোরেই পাবেন। প্লে স্টোরে গিয়ে সার্চ ট্যাবে লিখুন " চাকরির খোজ " তাহলেই আপনি অ্যাপস টি পেয়ে যাবেন আর ইন্সটল করে নিতে পারবেন। আমি এখানে বিডি চাকরির পত্রিকা অ্যাপস টির গুগল প্লে লিঙ্ক দিয়ে দিলাম, এখান থেকেও ইন্সটল করতে পারেন।
বিডি চাকরির খোঁজ নিয়ে নিন এখনি, এখান থেকে
সহ আরো অনলাইন চাকরির পত্রিকা। অ্যাপস টি ইন্সটল করে, চাকরির সাথেই থাকুন।
এই টিউনটি ফেসবুকে শেয়ার করতে ভুলবেন না, শেয়ার করে জানিয়ে দিন আপনার বন্ধুদের। শেয়ার করতে টিউন এর উপরে বা নিচে থাকা ফেসবুক শেয়ার বাটন পাবেন। ধন্যবাদ।
আমি আবির মিলন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রিয় টেকটিউনস পাঠক, আমি এম আবির মিলন , পড়ছি কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং টেকনোলজিতে । ভালোবাসি গান শুনতে আর ঘুরে বেড়াতে । আমার টেকটিউনস এ যুক্ত হওয়ার উদ্দেশ্য হল , এই টেকটিউনস এর জ্ঞানের সমুদ্র থেকে নিজে শেখা এবং আমার জ্ঞান নামক ছোট্ট হাড়ি থেকে কিছু বন্টন করা ।ধন্যবাদ