Android ব্যবহার কারিদের জন্য টপ ৫ ফটো এডিটিং অ্যাপ [২০১৭]

আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আসা করছি ভালই আছেন। আজ আমি আপনাদেরকে ৫টা দারুন অ্যাপ শেয়ার করব। যে অ্যাপ গুলোর মধ্যমে আপনি আপনার Android ফোন দিয়ে খুব সহজে প্রফেশনালি ফটো এডিট করতে পারবেন। তো চলুন দেখি সেই ৫টি Android অ্যাপ এবং ডাউনলোড লিঙ্কঃ

১। PicsArt:

PicsArt এর কথা সবাই নিশ্চয় জানেন। কিন্তু আপনি হয়তো জানেনা PicsArt দিয়ে খুব সহজে প্রফেসনালদের মত ফটো এডিট করতে পারবেন। Youtube এ সার্চ করলে হাজার হাজার Tutorial পাবেন। PicsArt অ্যাপটি ডাউনলোড করতে Download Now তে ক্লিক করুন।

২। Adobe Lightroom:

Adobe Lightroom দিয়ে আপনি DSLR দিয়ে তোলা ফটো গুলা এডিট করতে পারেন। এমনি ফোন দিয়ে তোলা ফটোও এডিট করতে পারবেন। DSLR দিয়ে যারা ফটো তোলে তারা এই সফটওয়্যার টি ব্যবহার করে। Adobe Lightroom অ্যাপটি ডাউনলোড করতে Download Now তে ক্লিক করুন।

৩। Photo Studio Pro:

Photo Studio pro অ্যাপটির মাধ্যমে আপনি খুব ভাল ভাবে ফটো এডিট করতে পারবেন। College স্টাইল করার জন্য এই অ্যাপটি বেস্ট। Photo Studio Pro অ্যাপটি ডাউনলোড করতে Download Now তে ক্লিক করুন।

৪। AirBrush:

AirBrush এই অ্যাপটির মধ্যমে আপনি খুব সহজে আপনার Face এর যে কোন দাগ easily রিমুভ করতে পারবেন। এছাড়াও এই অ্যাপটির মধ্যমে আরও অনেক কাজ করতে পারবেন। AirBrush অ্যাপটি ডাউনলোড করতে Download Now তে ক্লিক করুন।

৫। Photo Editor and College Maker:

এই অ্যাপটির মধ্যমে আপনে আপনার ফটোতে বিভিন্ন Sharpe দিতে পারবেন। যে গুলো আমরা বেসিভাগ Facebook এ দেখে থাকি। এছাড়াও college স্টাইল, Blur স্টাইল সহ আরও অনেক Effects দিতে পারবেন। Photo Editor and College Maker অ্যাপটি ডাউনলোড করতে Download Now তে ক্লিক করুন।

বুজতে যদি কোন রকম সমস্যা হয় তাহলে ভিডিওর মধ্যমে অ্যাপ এর কাজ গুলা দেখে নিন, আসা করছি বুজতে পারবেনঃ

আমার ভিডিও টি যদি আপনাদের কাছে ভাল লাগে তাহলে অব্যশই লাইক, শেয়ার এবং আমার চ্যানেল টি সার্বক্রাইব করুন।

যদি বুঝতে কোন সমস্যা হয় অথবা যেকোনো কোন ধরণের  সমস্যার সম্মুখীন হন তাহলে আমাকে টিউমেন্ট করে জানাবেন  আমি সমাধান দেয়ার চেষ্টা করব। ধন্যবাদ

Level 0

আমি মাহমুদুল হাসান মুন্না। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 20 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস