চর্বি বেড়ে গেছে, দিনদিন শুধু মোটা হয়ে যাচ্ছেন,কম খাচ্ছেন তবু মোটা হয়ে যাচ্ছেন, মোটা হবার দরুণ সৌন্দর্য নষ্ট হচ্ছে মনে করছেন! তো,ফিট হতে চান? বডি ফিটনেস ঠিক করে আকর্ষণীয় করে তুলতে চান নিজেকে?? তাহলে নিয়মিত ব্যায়াম করুন, সুষম খাবার খান, পরিমাণ মত পরিমিত খাবার খান। ভাইবেন না এইডা কোন হারবাল কোম্পানির চটকদার বিজ্ঞাপন, এইটা রিয়েলিটি 😂😂
ব্যায়াম করার জন্য জিমে নিয়মিত যেতে পারছেন না? একদিন যাওয়া হলে কয়েকদিন যাওয়া হয়না এমন অবস্থা? নিয়মিত জিমে গিয়ে ব্যায়াম করা আসলেই বেশ কষ্টসাধ্য ব্যাপার। আজ আপনাদের সাথে এমন একটি অ্যাপ শেয়ার করতে যাচ্ছি, আপনি যদি ফিটনেস ঠিক করার ব্যাপারে সত্যিই সিরিয়াস হোন তাহলে আপনি এই অ্যাপ এর মাধ্যমেই এক থেকে দুই মাসের মাঝে নিজের ফিটনেস ঠিক করে ফেলতে পারবেন ইনশা আল্লাহ।জাস্ট মাইন্ড ব্লোয়িং একটা অ্যাপ!
আর হ্যা ২০১৬ সালের অন্যতম বেস্ট অ্যাপ এটি।চলুন এর কিছু ফিচার দেখে নেয়া যাক..
জাস্ট একবারের জন্য হলেও অ্যাপ টি ট্রাই করে দেখুন। ভালোলাগা গ্যারান্টেড!;) আমি নিজে জিম করলেও এই অ্যাপ টি ফলো করি, অ্যাপের এনিমেশন টিউটোরিয়াল অফলাইন।কিন্তু ভিডিও টিউটোরিয়াল দেখতে হবে লিংকড করা ইউটিউব ভিডিও থেকে।
ডাউনলোড করতে ইউসি বা ক্রোম ব্রাউজার দিয়ে লিংকে গিয়ে একদম নিচের Download লেখার নীচের টিক তুলে দিয়ে সেই Download লেখাতেই ক্লিক করবেন।পরের পেইজে Click Here To Download এ ক্লিক করলেই ডাউনলোড শুরু হবে,যদি অন্য পেইজ আসে তাহলে ব্যাক করে আগের পেইজে যাবেন।
আশা করি টিউন টি আপনাদের বেশ উপকারে আসবে। ভালোলাগলে শেয়ার দিতে ভুলবেন না।আমাদের সাথেই থাকুন।ধন্যবাদ সবাইকে।
সৌজন্যে:
আমি আশিকুর রহমান খান ইমন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 78 টি টিউন ও 47 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি খুব সাধারণ একজন মানুষ।আমি ছাত্র তাই নতুন ভাল কিছু শেখার প্রতি খুব ই ঝোঁক।নিজে যা জানি তা অন্যদের মাঝে শেয়ার করার মাঝে অবর্ণনীয় সুখ পাই।