আসসালামু আলাইকুম।
আশা করি সবাই ভাল আছেন। তো আমরা যারা মুসলমান আছি তাদের নিশ্চই নামাযের ব্যাপারে নতুন করে কিছু বলার বা জানানোর নেই। দৈনিক পাঁচ ওয়াক্ত নামাযের ব্যাপারে আমরা সবাই জানি। পবিত্র কুরআন মাজীদ পাঠের প্রয়োজনীয়তার ব্যাপারেও সবাই জানি।
কিন্তু বিভিন্ন কারনে তা করা হয় না বা হয়ে ওঠে না (যেটা একদমই উচিৎ না)। আশা করি আজকের এই অ্যাপটি আপনাদের সেই সমস্যাটি সমাধান করে দেবে। অ্যাপটির নাম “Muslim Pro”. আমি মনে করি একজন মুসলিম হিসেবে সবার মোবাইলেই এই অ্যাপটি থাকা উচিৎ। আপনি এই অ্যাপ থেকে প্রতদিন নতুন নতুন একটি হাদিস জানতে পারবেন। প্রতি ওয়াক্তের সময়, কিবলার দিক, সম্পুর্ণ কুরআন শরীফ তাও আবার বাংলায় ইত্যাদি ইত্যাদি ইত্যাদি।
একজন মুসলিম হিসেবে আপনার যা যা দরকার তার সবই পাবেন এই একটি অ্যাপ এ। আমরা তো কুরআন শরীফ পড়ার সময়ই পাই না। কিন্তু এখন আপনি যেকোন সময়, যেকোন জায়গায় এই অ্যাপটি ওপেন করেই যেকোন সূরা অর্থ সহ পড়তে পারবেন।তার থেকে বরং একটা কাজ করুন। নিচের ভিডিওটি একবার দেখে নিন। তাহলেই সবকিছু ভালভাবে বুঝতে পারবেন। ভিডিওটি সবার একবার দেখা উচিৎ এবং সবারই উচিৎ অ্যাপটি ব্যবহার করা।
Download This App For Andriod :https://play.google.com/store/apps/details?id=com.bitsmedia.android.muslimpro&hl=en
Download This App For IOS :https://itunes.apple.com/us/app/muslim-pro-prayer-times-azan-quran-qibla/id388389451?mt=8
One of The Gretest app ever for muslim .
ভাল থাকবেন সবাই।
আমি শাহ শেরহিন্দ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
vai play store bada pc link dan?