আসসালামু আলাইকুম।
কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আজকে আপনাদের সাথে যেই অ্যাপ টি শেয়ার করব সেটি একটি ফাইল এক্সপ্লোরার অ্যাপ। তবে এটি অন্যান্য এক্সপ্লোরার অ্যাপ এর থেকে অনেক বেশি অ্যাডভান্স। অ্যাপটির নাম Solid explorer. ফিচার এর দিক দিয়ে সত্যিই অনবদ্য। অ্যাপটির কালার কম্বিনেশন, গতি, সিকিউরিটি, পারফর্মেন্স এক কথায় দূর্দান্ত। আপনি যতবারই অ্যাপটি ওপেন করবেন ততোবারই আপনার কাছে নতুন মনে হবে।
অ্যাপটিতে রয়েছে দারুণ কিছু সেটিংস। কালার সেটিংস এর কথা বলতে গেলে বলতে হয় তাকিয়ে থাকার মত। অনেকগুলো Primary color, Accent color সহ Color scheme এ পাবেন built-in অসংখ্য color combination, View mode, Sort mode সহ এমন কিছু অপশন রয়েছে যা আপনাকে বাধ্য করবে এই অ্যাপ ব্যবহার করার জন্য। নিজেই এর প্রেমে পড়ে যাবেন। অ্যাপটির রিভিউ বিস্তারিত ভাবে দেখতে বা জানতে নিচে দেওয়া ভিডিওটি দেখে নিন।
অ্যাপ এর রিভিউ দেখুন, ব্যবহার করুন। ব্যবহার করে কেমন লাগল জানাতে ভুলবেন না। ভবিষ্যতে নতুন কোন অসাধারণ অ্যাপ নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভাল থাকবেন।
আমি শাহ শেরহিন্দ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।