আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আসা করছি ভালই আছেন। আজকে আমি আপনাদের একটা দারুন ট্রিকস শেয়ার করব। যেটার মধ্যমে আপনি কোন নাম্বার ছাড়াই WhatsApp অ্যাকাউন্ট ব্যবহার/তৈরি করতে পারবেন।
তো চলুন দেখি কিভাবে নাম্বার ছাড়াই WhatsApp অ্যাকাউন্ট ব্যবহার/তৈরি করবঃ
এই জন্য প্রথমে আমরা গুগল প্লে স্টোর এ যাব এবং search box এ লিখব Primo, এরপর প্রথম এ যে অ্যাপটি আসবে সেটা ইন্সটল করে ফেলব। (নিচের Screenshot টি দেখুন)
অ্যাপটি ইন্সটল করার পর ওপেন করব। এবং নিচের দিক Create Account এ ক্লিক করব। (নিচের Screenshot টি দেখুন)
এইবার আমরা সম্পূর্ণ ফর্মটি ভাল ভাবে পূরণ করব এবং Sing up এ ক্লিক করব। তাহলে আমাদের Account টি তৈরি হয়ে যাবে। (নিচের Screenshot টি দেখুন)
Account টি তৈরি হয়ে গেলে আপনার ই-মেইলে একটা মেইল যাবে সেটা আগে Confirm করবেন। এরপর আপনার ইউজার নাম অ্যান্ড পাসওয়াড দিয়ে লগইন করেন।
লগইন করার পর অ্যাপটার ইন্টারফেস নিচের Screenshot এর মত আসবে। এরপর আপনি “Add a new number” এ ক্লিক করবেন।
ক্লিক করার পর আপনাকে একটা USA এর নাম্বার দিয়ে দিবে। সেটাই আপনার ভার্চুয়াল নাম্বার। (নিচের Screenshot টা দেখুন)
এইবার Primo অ্যাপটি ক্লোজ করে WhatsApp ওপেন করেন। এবং “AGREE AND CONTINUE” এ ক্লিক করেন। ক্লিক করার পর পর page টা নিচের Screenshot এর মত আসবে। সেখানে USA এর ভার্চুয়াল নাম্বারটি বসিয়ে দিন অ্যান্ড “Next” এ ক্লিক করুন।
Next এ ক্লিক করার কিছুখন এর মধ্যেই আপনার সেই Primo অ্যাপটিতে একটা পিন নাম্বার আসবে। সেটা আপনি WhatsApp এ বসিয়ে দিবেন। তাহলেই আপনার WhatsApp টি তৈরি হয়ে যাবে।
এই ভাবেই আপনি কোন নাম্বার ছাড়াই WhatsApp account তৈরি করতে পারবেন। বুজতে যদি কোন রকম সমস্যা হয় তাহলে অ্যাপ এর কাজ গুলা ভিডিওর মধ্যমে দেখে নিন, আসা করছি বুঝতে পারবেনঃ
আমার ভিডিও টি যদি আপনাদের কাছে ভাল লাগে তাহলে অব্যশই লাইক, শেয়ার এবং আমার চ্যানেল টি সার্বক্রাইব করুন।
টিউনটি কেমন লাগলো টিউমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।
আমি মাহমুদুল হাসান মুন্না। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 20 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
code ase na