ইন্টারনেটের এই যুগে ফটো রিকভারি অতি সাধারণ একটা ব্যাপার কারন ফটো রিকভারি করার জন্য এখন অনেক আপস বের হয়েছে। কিন্ত প্রশ্ন এত আপস এর মধ্যে ভাল খারাপ আপস তো অবশই আসে। সো ফটো রিকভারি করার জন্য কোন আপসটি ব্যবহার করবো।
ভুলে অনেক সময় মোবাইল থেকে জরুরি ফটো ডিলেট হয়ে যায় বা হারিয়ে যায়।আর সেই ফটো ফিরিয়ে আনার জন্য অনেক চেষ্টা করি কিন্তু ভাল ফটো রিকভারি আপস খুজে পাইনা। এখন থেকে আর কোনো চিন্তা নেই এবার খুব সহজেই ডিলিট হয়ে যাওয়া ফটো ফিরিয়ে আনতে পারবেন কোন রকম জটিলতা ছাড়াই।
আমি নিজে এই আপসটি ব্যবহার করেছি এবং আমার মনে হয়েছে এই ফটো রিকভারি আপসটি অন্যন্য ফটো রিকভারি আপস থেকে ভাল কাজ করে। আপনাদের কাছে হয়তো আরও ভাল কোন ফটো রিকভারি আপস যানা থাকতে পারে কিন্তু আমি এই বিষয়টি নিয়ে অনেক ঘাটাঘাটি করেছি।
এইরকম ফটো রিকভারি আপস অভাব নেই এবং আমার কাছে এই আপসটিই যথেষ্ট মানসম্মত মনে হয়েছে। তাই আমি একটি ভিডিও তৈরি করেছি যার মাধ্যমে আপস এবং আপসটির ব্যবহার সম্পর্কে দেখিয়েছি। আপনারা ভিডিওটি দেখলে অবশই বুঝতে পারবেন। তারপর কোন বিষয় বুঝতে সমস্যা হলে অবশই টিউমেন্ট করে জানাবেন।ধন্যবাদ সবাইকে।
আমি আবদুল্লাহ আল মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 34 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।