এবার নিশ্চিন্তে আপনার ফোনে ইচ্ছামতন কাস্টম রম দিন, ফ্ল্যাশ করুন যা খুশি!! পার্সনাল ডাটা হারানোর নেই কোন ভয়, এসে গেল ছোট্ট অ্যাপ Super Backup apk (1.99 ডলার) একদম ফ্রীতে

আসসালামুয়ালাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো কিছুদিন পরে আমি আবার Android অ্যাপ  নিয়ে আপনাদের সামনে হাজির হলাম।

তো শুরু করা যাক।

আমরা যারা Android user তারা কিন্তু তাদের ফোনের উপরে অনেক ধরনের এক্সপেরিমেন্ট চালাই। যেমন রম চেঞ্জ করি, বিভিন্ন কাস্টমাইজেশন করি! তো এতে কিন্তু আমাদের ফোনের সকল কিছুই মুছে যায়,কোন এসএমএস কিংবা কন্ট্যাক্ট থাকে না। এই না থাকার ভয়ে অনেকের ইচ্ছা থাকা শর্তেও আমরা চেঞ্জ করি না, কারন ওগুলা কোথাও রাখতে পারি না।

তো আজকের টিউন অ্যান্ড ভিডিও দেখার পরে আর কোনই চিন্তা থাকবে না। আপনার ইচ্ছামতন আপনি ভার্সন আপডেট করেন, কাস্টমাইজেশন করেন যা খুশি তাই করেন তার আগে এই ছোট্ট অ্যাপ দিয়ে আপনার সকল এসএমএস, কন্ট্যাক্টস, কল লগ, পিকচার সব কিছুই ব্যকাপ করে রাখতে পারবেন। ভিডিও তে বিস্তারিত বলা আছে আরো এবং কিভাবে অ্যাপ ইউজ করতে হয়, কিভাবে কি করলে ভালো হয় সবই বলা আছে।

কিছু সুবিধাঃ

  • ১. আপনি কন্ট্যাক্ট আপনার এই অ্যাপ এর নিজস্ব ক্লাউডে রাখতে পারবেন।
    ২. আপনি সুধুমাত্র একবার রিমান্ডার সেট করে দিলে এর পর থেকে অটো অ্যাপ টা নির্দিষ্ট দিন পর পরে ব্যাকাপ করে ফেলবে।
  • ৩. অনেক বেশি সহজ অ্যাপ।
  • ৪. ইউজে আপনি বিশ্বস্ততা লেভেল অনেক বেশি পাবেন কারন playstore এ ৪.৫ রেটিং প্রাপ্ত অ্যাপ এটি।
  • ৫. আর এটার পেইড অ্যাপ এ আপনি কোন অ্যাড পাবেন না, এই কারনে আপনি মোটেও বিরক্তিবোধ করবেন না। অন্য সব ব্যাকাপের অ্যাপ গুলাতে অ্যাড শো করবে, এটায় করবে না।

এসে গেলো পেইড অ্যাপ Super Backup পুরাই ফ্রী তে, সাথে রয়েছে ইউজার টিউটোরিয়াল

এ ছাড়া আরো অনেক সুবিধা পেতে Super Backup apk টা ভিডিও দেখে Description থেকে পেইড অ্যাপ টা ডাউনলোড করে ফেলেন আর ইন্সটল করে সব কিছু ব্যাকাপ করে নিশ্চিন্তে আপনার ফোনের উপরে রিসার্চ করেন।

আজকের মতন আসি, আবারো কোন গুরুত্তপুর্ন অ্যাপ নিয়ে আপনাদের সামনে হাজির হব, আপনাদের গঠনমূলক মতবাদ পেয়ে ভবিষ্যতে আপনাদের আরো ভাল ভাল কিছু দিয়ে যাবো সেই কামনায় আসসালামুয়ালাইকুম।

Level 0

আমি নাসিম আকাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I am Nasim Akash from Jessore Univeristy of Science and Technology, CSE student. I am content writer, a good speecher.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

লিংকটি এখানে দিলে ভাল হত।