৫ টি অবৈধ এন্ড্রয়েড অ্যাপ, যে গুলো ব্যবহার করলে আপনি যেতে পারেন জেলে

আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আসা করছি ভালই আছেন। আজকে আমি আপনাদের ৫ টি illegal বা অবৈধ apps নিয়ে কথা বলবো, যে apps গুলো গুগল play store এ নেই। হয়তো কোন একসময় play store এ ছিল। কিন্তু পরবর্তীতে সে apps গুলো গুগল ব্যান করে দিয়েছে।

তো চলুন দেখি সে apps  গুলো কি কি এবং কেন গুগল ব্যান করেছেঃ

১. Blackmart:

Blackmart app টি হচ্ছে একটি Black-Market। গুগল play store এ যে apps গুলো টাকা দিয়ে কিনতে হয় সে apps গুলো আপনি Blackmart থেকে সম্পূর্ণ ফ্রীতে ডাউনলোড করতে পারবেন।

২. Popcorn Time:

Popcorn Time app টিও হচ্ছে Black-market টাইপের app। যেখানে আপনি Hollywood এর সম্প্রতি মুক্তি পাওয়া মাস্টার প্রিন্ট মুভি গুলো পেয়ে যাবেন।

৩. WifiKill FREE [Rooted]

WifiKill app টি ব্যবহার করতে হলে অবশ্যই আপনার ফোনটি Rooted হতে হবে। না হলে অ্যাপটি কাজ করবে না। App টির মাইন কাজ হল, এই অ্যাপটির মাধ্যমে আপনি একটি Wifi Network এ যত জন Wifi ব্যবহার করছে, সবার Wifi disconnect করে দিতে পারবেন। এবং আপনি ফুল স্পীডে Wifi ব্যবহার করতে পারবেন।

৪. Xmodegames [Rooted]

Xmodegames এই অ্যাপটি ব্যবহার করতে হলে আপনার ফোনটি অবশ্যই Rooted হতে হবে। না হলে অ্যাপটি কাজ করবে না। এই অ্যাপটি ব্যবহার করে বিভিন্ন গেমস এর মোড হ্যাক করতে পারবেন। যেমনঃ Clash of clan, 8 Ball Pool, Clash of Royal ইত্যাদি।

৫. SpoofApp

SpoofApp অ্যাপটির মাধ্যমে আপনি যে কাওকে আপনার নাম্বার হাইড করে কল দিতে পারবেন। শুধু তাই না, চাইলে অন্যর নাম্বার ব্যবহার করে যে কাওকে কল দিতে পারবেন।

অনেক কথা লিখে ফেললাম। যদি কোন রকম সমস্যা হয়, তাহলে অ্যাপ এর কাজ গুলো  নিচের ভিডিওতে থেকে দেখে নিন, আসা করছি ভাল ভাবে বুজতে পারবেনঃ

আর যারা আপনাদের ফোনটা Root করতে চান, তারা নিচের ভিডিওটা দেখুনঃ

আমার ভিডিও টি যদি আপনাদের কাছে ভাল লাগে তাহলে অব্যশই লাইক, শেয়ার এবং আমার চ্যানেল টি সার্বক্রাইব করুন।

যদি বুঝতে কোন সমস্যা হয় অথবা যেকোনো কোন ধরণের  সমস্যার সম্মুখীন হন তাহলে আমাকে টিউমেন্ট করে জানাবেন  আমি সমাধান দেয়ার চেষ্টা করব।

বিঃদ্রঃ এই অ্যাপ গুলো অবশ্যই নিজ দায়িত্বে ব্যবহার করবেন। কারন এই অ্যাপ ব্যবহারের ফলে আপনি জেলেও যেতে পারেন। ধন্যবাদ

Level 0

আমি মাহমুদুল হাসান মুন্না। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 20 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

বিশেষ নোট:এই টিউনে বিবৃত তথ্য ব্যবহার করে আপনি যদি কোন প্রকার ক্ষতির সম্মুখীন হন, তাহলে তার দায়ভার শুধুই আপনার। নিজেকে একজন Techno-Libertarian মনে করি এবং মনে প্রাণে বিশ্বাস করি যে অনলাইনের প্রতিটি তথ্য জানার নিরুঙ্কুশ স্বাধীনতা প্রতিটি ইউজারের রয়েছে। যেটা করবেন নিজ দায়িত্বে করবেন। এতে টেকটিউনস আপনার কোন প্রকার ক্ষতির জন্য দায়ী থাকবে না।

spoof app টা কাজ করছে না…

spoof app kaj kore na