এবার একটি এন্ড্রয়েড এপ্স (Picsart) এর মাধ্যেমে professional দের মতো movie poster বানিয়ে চমকে দিন সবাইকে।

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন।  আজ আমি আপনাদেরকে দেখাব কীভাবে আপনারা আপনার ছবিতে বিভিন্ন রকমের ইফেক্ট বসাবেন। আর এর জন্য আপনার দরকার হবে Picsart নামক একটা এপ্স।   যেটা ব্যবহার করে আপনি আপনার ছবিতে বিভিন্ন ইফেক্ট দিতে পারবেন। ছবিকে movie poster  এর মতো ডিজাইন করে সবাইকে চমকে দিতে পারবেন। কথা না বাড়িয়ে সরাসরি Play Store থেকে Picsart সফটওয়্যার টা ডাউনলোড করে ফেলুন আর কাজ শুরু করে দিন।

এই এপ্স দিয়ে আপনি খুব সহজে ছবিতে colorful light effect দিতে পারবেন এবং ছবিকে নিজের মনের মতো করে সাজিয়ে ছবিতে দিতে পারবেন এক অন্য রকম look। ছবিকে Edit করতে পারবেন professional দের মতো। আপনাদের মধ্যে যাদের Picsart সফটওয়্যার টি নেই।    তারা প্লে স্টোর থেকে আপনার মোবাইলের সার্ভিস অনুযায়ী ডাউনলোড করে নিতে পারেন। টিউটরিয়ালে খুব সহজ ভাবে দেখানো হয়েছে কিভাবে আপনি আপনার ছবিতে এরকম Effect দিতে পারবেন।

তো আমরা কথা না বাড়িয়ে এবার টিউটরিয়ালে চলে যায়। সবাই ভালো ভাবে টিউটোরিয়াল দেখবেন।

যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে প্লিজ টিউমেন্ট করে জানাবেন। সামনে আপনাদের কে আরো অনেক নতুন নতুন টিউটোরিয়াল দেওয়ার আশা করছি।  সবাই আমার জন্য দোয়া করবেন।  সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।

Level 0

আমি সজীব বিশ্বাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস