এবার যেখানেই ক্লান্ত হবেন সেখানেই নিজেকে চার্জ করে নিন – ২০ মিনিটের একটি ইনস্ট্যান্ট ঘুম/ন্যাপ নিয়ে আপনার দিন শুরু করুন নতুনভাবে।

আসসালামু আলাইকুম।

কেমন আছেন সবাই? আশা করি ভালই আছেন। তো ন্যাপ শব্দটির সাথে আমরা সবাই কম বেশী পরিচিত। মাত্র ২০ মিনিটের একটি ন্যাপ নিমিষেই দূর করে দিতে পারে আপনার সারাদিনের সমস্ত ক্লান্তই। এটি আমার কথা নয়। এটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে কাজের মাঝে ২০ মিনিটের ন্যাপ আপনার ক্লান্তই তো দূর করবেই, সেই সাথে আপনার কাজের প্রতি মনোযোগ বৃদ্ধি করবে।

সায়েন্টিফিক ভাবে প্রমাণিত এই ন্যাপ এর পাওয়ারফুল একটি অ্যাপ এর নাম Pzizz. আপনি যেখানেই থাকেন না কেন, এই ন্যাপ নেওয়ার জন্য আপনার শুধু একটুখানি বসার জায়গা হলেই যথেষ্ট। বাস, অফিস, ক্লাসের ফাকে মোট কথা আপনি যেখানেই ক্লান্ত ভোধ করবেন সেখানেই কানে হেডফোন লাগিয়ে বসে পরুন। ২০ মিনিট পর আপনার ফোনই আপনাকে ডেকে তুলবে। এবং আপনি ফ্রেশ মেজাজে আবার কাজে মননিবেশ করতে পারবেন।

এই অ্যাপ এর আরেকটি ফিচার হল Sleep. রাতে ঠিকমত ধুম না আসা, বা ঘুমালে খারাপ স্বপ্নের জন্য ঘুম ভেঙ্গে যাওয়া একটি রোগ। এই রোগের নাম Insomnia.

আপনি Pzizz এর এই Sleep ফিচারটি ব্যবহার করে দেখতে পারেন। আপনি কখন ঘুমিয়ে পরবেন নিজেও টের পাবেন না।আমি রাতের প্রায় বেশির ভাগ সময়ই জেগে থাকি। ফলে একটা নির্দিষ্ট সময়ের পরে ঘুম আসে না। তখন আমি Powerful Nap এর এই Powerful app “Pzizz” ব্যবহার করি। অ্যাপটি কখনই আমাকে নিরাশ করে নি। আশা করি আপনাকেও করবে না। ব্যবহার করে দেখুন, সত্যিই অসাধারণ একটি অ্যাপ। অ্যাপ এর ব্যবহার বিস্তারিত ও সুন্দর ভাবে বুঝতে নিচের ভিডিওটি দেখে ফেলুন।

আশা করি অ্যাপটি আপনার কর্মব্যস্ত দিনে একটি নতুন মাত্রা যোগ করবে। পরবর্তিতে অন্য কোন অ্যাপ আপনাদের সাথে শেয়ার করব। সে পর্যন্ত সবাই ভাল থাকবেন।

Level 0

আমি শাহ শেরহিন্দ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দেখি!!!
“শাহ শেরহিন্দ” ভাই এটার উচ্চারণ পী্যী্য

“জাহাঙ্গীর ল্যাব” ভাইয়া, আপনার টিউমেন্টটি ঠিক বুঝলাম না। আপনি কি আপনি কি আমাকে উচ্চারণটি জানালেন নাকি জানতে চাইলেন?
যেহেতু এটি অ্যাপ এর নাম তাই ইংরেজীতেই লিখেছি।
Pzizz এর P = “puh”
zizz = “nap” (ব্রিটিশ ভাষায়)
https://www.fluther.com/14958/how-do-you-pronounce-pzizz/

তবে নাম বা উচ্চারণ যাই হোক অ্যাপটি কিন্তু দারুণ কাজের। ব্যবহার করে দেখুন। উপকৃত হবেন।
ধন্যবাদ।

    ডাউনলোড করেছি (১৬৭এমবির এই এপটি)!!!
    ভাই আমি এটার উচ্চারণ আপনাকে + সবাইকে জানাতে চাইলাম!!!
    কারন আপনি ভিডিওতে উচ্চারণ না করে অক্ষরগুলো বলেছেন !!!
    তাই বললাম pzizz(পিজিজ/পী্যী্য)!!!
    Go Ahead!!!! Happy Tuning !!!!