চট করে নোট করে ফেলুন আপনার মাথায় আসা দারুন সব বুদ্ধি গুলো সুধু মাত্র ColorNote অ্যাপ দিয়ে (ভিডিও সহ)

আসসালামুয়ালাইকুম, কেমন আছেন সবাই?
কথা না বাড়িয়ে কাজের কথায় আসি। আপনারা রণে বনে জনে জঙ্গলে যেখানেই চলা-ফেরা করেন না কেন, হঠাৎ করে বিভিন্ন ক্ষেত্রে আপনাদের বিভিন্ন মজার কথা, কবিতা, প্যারডি, আইডিয়া মাথায় আসতেই পারে।

তো মোবাইল এর ডিফল্ট নোট অ্যাপ দিয়ে কতই বা ভালো করে সেভ করা যায় বলেন? তাই আপনাদের জন্য নিয়ে এলাম ColorNote অ্যাপ।

কি আছে এক্সট্রা এই অ্যাপ এ?

  • ১. এই অ্যাপ এ আপনি অনলাইনে সব কিছুই ব্যকাপ রাখতে পারবেন।
  • ২. এই অ্যাপ এ আপনি ৯ টা আলাদা আলাদা কালারে টেক্সট অথবা যে কোন কিছু লিখে সেভ করে রাখতে পারবেন।
  • ৩. এই অ্যাপ টা তে ক্যালেন্ডার, আর্কাইভ সব আলাদা আলাদা অপশন আছে যা আপনার নিত্য প্রয়োজন কে মুল্যায়ন করবে।
  • ৪. এই অ্যাপ এ কাট / কপি / পেস্ট সব কিছুই নিখুত ভাবে করা সম্ভব।

এছাড়াও রয়েছে আরো অনেক কিছু, সাথে রয়েছে অ্যাপ টার ব্যবহারিক টিউটোরিয়াল যা দেখলে আপনি খুব বিস্তারিত ভাবে জেনে যাবেন যে কিভাবে অ্যাপ ইউজ করবেন এবং কেন ইউজ করবেন!!

কালারনোট অ্যাপ দিয়ে আপনার সকল সেভ করা ফাইল কে রাঙ্গিয়ে তুলুন, সাথে বিস্তারিত ভিডিও

তো ভিডিও এবং টিউনটা কেমন লাগলো টিউমেন্ট করে জানাবেন আর আমাকে উৎসাহিত করবেন যাতে আরো ভালো কিছু আপনাদের সামনে নিয়ে আসতে পারি। সবাই ভালো থাকবেন আসসালামুয়ালাইকুম।

Level 0

আমি নাসিম আকাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I am Nasim Akash from Jessore Univeristy of Science and Technology, CSE student. I am content writer, a good speecher.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

এপ টা সত্যি দারুন । প্রায় বছর খানিক থেকে ব্যাবহার করি , এটা উইন্ডোজ ১০ এর স্টোরে ও আছে । আমি ব্যাবহার করি দৈনিক খরচ এর হিসাব , আপনি চাইলেও হিসাব হারাবেনা এক কথায় অসাধারন একটা এড মুক্ত এপ ।

    সঠিক বলেছেন, অ্যাড মুক্ত অ্যাপ এটাই অনেক বেশি খুশির, টিউমেন্ট করার জন্য ধন্যবাদ ।