কিভাবে ডিজিটালি আপনি আপনার সারা বছরের আয় এবং ব্যয় হিসাবে রাখবেন?

আশাকরি ভালো আছেন। আজ আবারো একটা রিয়াল অ্যাপ্লিকেশান নিয়ে হাজির হলাম। রিয়াল অ্যাপ্লিকেশান বলতে সেই অ্যাপ্লিকেশান কেই বুঝায় যেগুলা আমাদের দৈনন্দিন লাইফ এ কাজে লাগে। তো আজকের অ্যাপ টার নাম Monefy।

অ্যাপ এর কি বিশেষত্ব?

এই অ্যাপ সাইজ এ খুবি ছোট তবে এর কার্যকারিতা অনেক বেশি। এই অ্যাপ দিয়ে আপনি মাসে কত টাকা কিভাবে ইনকাম করেছেন, সেই টাকা আপনার কোন কোন খাতে  ব্যয় করেছেন, কত পরিমানে সেই সব রেকর্ড আপনি রাখতে পারবেন। আপনাকে আলাদা করে নিজে পেন দিয়ে লিখে হিসাব রাখতে হবে না। আপনি দৈনিক/মাসিক/সাপ্তাহিক/বাৎসরিক সকল ভাবে ইনকাম এবং একই সাথে ব্যয় দুইটাই হিসাব রাখতে পারবেন।

আপনার মোবাইল থেকে অ্যাপ হারিয়ে গেলেও প্রব্লেম নাই, আপনি যদি শুধু নেট কানেক্ট করে আপনার সকল হিসাব পার্সনাল ডাটাবেজে আপলোড করে রাখেন তাহলেই আর কোন প্রব্লেম নেই। আপনি জীবনভর এই অ্যাপ ব্যবহার করতে পারবেন। হিসাব রাখতে পারবেন, এক ঝলকে বুঝতে পারবেন যে আপনার কি হারে ব্যয় হচ্ছে, আপনার কমানো উচিত কনা অথবা আপনার ইনকাম কোন লেভেলে বাড়ানো উচিত সব কিছু।

আরো অনেক কিছু ফিচার পেতে এই অ্যাপ এর ভিডিও নিচে লিঙ্ক এ গিয়ে দেখে নেন, ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন আর সাথে ফুল টিউটোরিয়াল তো পাবেনই যে কিভাবে অ্যাপ টা ইউজ করতে হয়।

সময় আর অর্থ দুইটাই বাচান Monefy অ্যাপ দিয়ে, বিস্তারিতসহ

যদি টিউন টা ভাল লেগে থাকে তাহলে অবশ্যই টিউমেন্ট করে জানাবেন আর প্রশ্ন থাকলে অবশ্যই করবেন। আজকের মতো আসি, ভালো থাকবেন।

Level 0

আমি নাসিম আকাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I am Nasim Akash from Jessore Univeristy of Science and Technology, CSE student. I am content writer, a good speecher.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস