আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন।
গতবারের মত আজকেও আমি আপনাদের সাথে অত্যন্ত গূরুতবপূর্ণ একটি অ্যাপ শেয়ার করব। অ্যাপটির নাম “Pocket”. আপনার জামার পকেটের মত এই পকেটেও আপনি আপনার গুরুত্বপূর্ণ তথ্য বহন করতে পারবেন।
আমরা সাধারণত আমাদের ভার্চুয়াল তথ্যগুলো Bookmark করার মাধ্যমে সংরক্ষণ করি। কিন্তু সেই Bookmark গুলো আমাদের নির্দিষ্ট কোন একটি ডিভাইস এর কোন এক ব্রাউজার এ সেইভ করা থাকে। আমরা যখন আমাদের সেই ডিভাইস থেকে দূরে থাকি তখন আমাদের সেই Bookmark গুলো আমাদের হাতের নাগালের বাইরে থাকে। অনেক জরুরি প্রয়োজনেও সেগুলো খুজে পাওয়া যায় না।
আর এখানেই এই “Pocket” অ্যাপ এর প্রয়োজনীয়তা। আপনার ব্রাউজারে একটি Pocket এক্সটেনশন আর আপনার মোবাইলে এই Pocket অ্যাপ থাকলে আপনি পৃথীবির যেই প্রান্তেই যান না কেন আপনার গুরুত্নপূর্ণ সব তথ্য সব সময় আপনার সাথেই থাকবে। আপনার Pocket এই থাকবে।
এছাড়াও আপনি অন্য যেকোন ডিভাইসে লগ-ইন করে আপনার Bookmark গুলো মূহুর্তের মধ্যে পেয়ে যাবেন।এতো গেলো অ্যাপ এর প্রয়োজনীয়তা। এবার আসি আপনি কিভাবে অ্যাপটি ব্যবহার করবেন। সেটি জানার জন্য একটু সময় নিয়ে ভিডিওটি দেখুন। আশা করি খুব সহজেই বুঝে যাবেন।
আজকে এই পর্যন্তই। পরবর্তিতে অন্যকিছু নিয়ে হাজির হবো আপনাদের সামনে। সেই পর্যন্ত ভাল থাকবেন সবাই।
আমি শাহ শেরহিন্দ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Androidpureapk