প্রযুক্তি ব্যবহার করে ঘরে বসেই জিম করুন, যাদের বাইরে যাওয়ার সময় নেই – শুধু একটা অ্যাপ এর সাহায্যে টিউটোরিয়াল সহ

সালাম নিবেন। আশা করি সবাই ভালো আছেন, তো কথা মতন আবারো একটা কাজের অ্যাপ নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। অ্যাপটার নাম হলো "Abs Workout"। তো এই অ্যাপ এর বিশেষত্ব কি?

এই অ্যাপ এর সাহায্যে আপনি ঘরে বসেই জিম করতে পারবেন আপনার সুবিধামতন যে কোন সময়ে। অ্যাপ এ রয়েছে Reminder সহ বেশ কিছু এক্সারসাইজ আর ৩ টা বিভিন্ন লেভেলে করা আছে। যারা একদম এ নতুন তারা বেগিনার থেকে শুরু করে ধীরে ধীরে অ্যাডভান্স এর দিকে যাবেন। আপনার যদি মনে করা কষ্টকর হয়ে থাকে তাও প্রব্লেম নাই, আপনি রিমাইন্ডার দিয়ে রাখলে আপনাকে মনে করায়ে করায়ে সে হেল্প করবে মানে অ্যাপ এর কথা বলছি।

আর পিকচার সহই আপনি এক্সারসাইজ করতে পারবেন, শুধু আপান্র নিয়ত দরকার, আর এই অ্যাপ থাকলে আপনার আর কাউকেই দরকার হবে না নিজের বডি কে সুঠাম বানানোর জন্য।
আপনাদের সুবিদার্থে অ্যাপ এর টিউটোরিয়াল দিয়ে দিয়েছি, নিচে ক্লিক করলে দেখতে পারবেন আর ভিডিও এর নিচে অ্যাপ এর ডাউনলোড লিঙ্ক দেয়া আছে।

ঘরে বসেই করুন জিম Abs Workout অ্যাপ দিয়ে - ভিডিও টিউটোরিয়াল বিস্তারিত

তো আজকের মতন আসি, যদি কোন প্রশ্ন থাকে অবশ্যই টিউমেন্ট এ জানাবেন আর উৎসাহিত করবেন যাতে আরো কাজের প্রযুক্তি নিয়ে হাজির হবো। সবাইকে আবারো আসসালামুয়ালাইকুম।

Level 0

আমি নাসিম আকাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I am Nasim Akash from Jessore Univeristy of Science and Technology, CSE student. I am content writer, a good speecher.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস