অযথা ষ্টেশনে বসে আর সময় নষ্ট নয়। ঘরে বসেই ট্রেনের খবর জেনে নিন।

 

 

 

 

 

 

 

 

 

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালই আছেন।

আমি টেকটিউনের নতুন সদস্য। এই টিউন দিয়েই আমার যাত্রা শুরু। তো যাত্রার কথা মনে পরতেই মাথায় আসল যে আমাদের যাত্রা জীবনের অনেক বড় একটা অংশ জুড়ে রয়েছে রেলপথে যাত্রা। তাই আমার এই টিউনটি ট্রেন ট্র্যাকার নিয়ে। অনেকেই হয়ত জানেন, যারা জানেন না তাদের জন্য। যেহেতু আমার প্রথম টিউন তাই ভূল-ত্রূটি নিজ গুনে ক্ষমা করবেন।

আমাদের যাত্রায় ট্রেনের ভূমিকা অনেক হলেও আমাদের সময় নষ্ট করার ক্ষেত্রেও ট্রেনের ভূমিকা কম নয়। কারণ বেশিরভাগ ট্রেনই সময় মত ষ্টেশনে পৌছয় না। আমরা সময়মত ষ্টেশনে গিয়ে দেখি ট্রেন আসতে দেড় ঘন্টা, দুই ঘন্টা এমনকি পাঁচ ঘন্টাও লেইট হয়। তাই ষ্টেশনে বসে ট্রেনের জন্য অপেক্ষা করতেই আমাদের অনেক মুল্যবান সময় নষ্ট হয়।

কিন্তু আর কত? টেকনোলজি এখন আমাদের হাতের মুঠোয়। ট্রেনের খবর জানতে এখন আমাদের ষ্টেশনে যেতে হয় না। এই ছোট্ট একটি অ্যাপ এর মাধ্যমে আপনি ঘরে বসেই ট্রেন কোথায় আছে, কেমন আছে, কিভাবে আছে সব খবর নিতে পারবেন। অ্যাপটি কিভাবে ব্যবহার করবেন সেটা লিখে বোঝানোর থেকে আপনারা নিচের ভিডিওটি দেখলে ভাল বুঝতে পারবেন।


জেনে রাখলে ক্ষতি কি? হয়ত এই একটি অ্যাপ কোন একদিন আপনার অনেক মূল্যবান সময় বাঁচিয়ে দিতে পারে। ভাল লাগলে টিউমেন্ট করে জানাবেন। ভবিষ্যতে টিউন করার অনুপ্রেরণা পাব। পরবর্তিতে নতুন কোন সময়োপযোগী টিউন নিয়ে হাজির হবো। সেই পর্যন্ত ভাল থাকবেন সবাই।

Level 0

আমি শাহ শেরহিন্দ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

টেকটিউনস থেকে আপনার টিউন ফরমেট করে সংশোধন করে দেওয়া হলো। আপনার টিউনটি লক্ষ করুন এবং খেয়াল করুন কোন কোন বিষয় সংশোধন এর মাধ্যমে আপনার টিউনটিকে পরিমার্জনকরা হয়েছে। আপনার পরবর্তী সকল টিউনে টেকটিউনস এই ফরমেট মেনে চলার জন্য অনুরোধ করা হল।

টেকটিউনস দ্বারা পরিমার্জিত অংশ পুনরায় পরিবর্তন করে আবার অন্তর্ভুক্ত করা হলে এবং আপনার পরবর্তী টিউনে এ বিষয়ের পুনরাবৃত্তি হলে পুনরায় কোন প্রকার সতর্ক বিজ্ঞপ্তি না দিয়েই টিউন অপসারণ/মুছে ফেলা এবং বারংবার নীতিমালা ভঙ্গের জন্য টিউনারশীপ সাময়িক বা স্থায়ি ভাবে বরখাস্ত করা হতে পারে।

আশা করি আপনি টেকটিউনস নীতিমালার প্রতি শ্রদ্ধাশীল থাকবেন এবং আপানার মৌলিক, নিজেস্ব , অভিনবত্য আর উদ্ভাবনী জ্ঞানের প্রয়োগ ঘটাবেন এবং টেকটিউনস কমিউনিটিকে মানসম্মত ও গঠনমূলক টিউন উপহার দিয়ে টেকটিউনেসর সুন্দর, আন্তরিক ও সাবলীল পরিবেশ ও টেকটিউনসের ধারা বজায় রাখবেন।

    আমাকে সংশোধন করে দেওয়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।

Androidpureapk