যে কোন ওয়েব/ব্লগ সাইট এর জন্য তৈরি করুন এনড্রোয়েড এপ ৫ মিনিটে

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ??

আজকে কথা বলবো কিভাবে আপনি যে কোন  সাইট বা ব্লগ  কে একটি এনড্রোয়েড  এপ এ রুপান্তর করবেন।

আপনার কোন ব্লগ সাইট থাকলে সেটির জন্য এই এপ বানাতে পারবেন,এবং আপনার বানানো এপ মানুষ ইনস্টল করে আপনার ব্লগ/সাইট  ভিজিট করতে পারবে।

প্রথমে প্লে স্টোর থেকে Web2App এই এপলিকেশন টি ডাউনলড করবেন বা আমার লিঙ্গক থেকে ডাউনলড জকরবেন।তারপর মোবাইলে ইনসটল করে ওপেন করবেন।

প্রথমে হোম App name এর জায়গায় আপনার এপটির নাম বসাবেন।তারপর Home URl এর জায়গায় আপনার ব্লগ বা সাইট এর এড্রেস বসাবেন।বা যে সাইট টির জন্য এপ বানাতে চান তার URl বসাবেন।এর পর আপনার প্যাকেজ নাম বসাবেন।তারপর ক্যাটাগরি সিলেক্ট করবেন।এর পর এপ আইকন টি বসাবেন।

তারপর PUBlisher এ গিয়ে আপনার কন্টাক্ট ডিটেইলস এড করে দিতে পারেন।না করলেও সমস্যা নাই। এর পর ব্যাক বুইল্ট এপ এ ক্লিক করলে সাইন ইন করতে বলবে।আপনারা হয়েন টু ওয়েব এ ক্লিক করে ইমেইল দিবেন আর যে কোন পাসও্যার্ড দিবেন।তারপর আবার বুইল্ট এপ এ ক্লিক করবেন কিছুক্ষনের মধ্যো এপটি ক্রেট হয়ে ডাউনলোড হবে।

ব্যাস হয়ে গেলো।

এখন আপনার বানানো এপটি আপলোড করে লিংক দিন।সবাই ইনস্টল করে আপনার ব্লগ/ওয়েব পাবে। আপনার বানানো এপ এর মধ্যো সব পাবে ভিউয়ার্স রা।আপনি যা যা এড করবেন।ভুল হলে ক্ষমা করবেন।

আর কারো বুঝতে সমস্যা হলে ভিডিও দেখে বানাতে পারেন।

ভিডিও দেখতে ক্লিক করুন

Level New

আমি আকাশ খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস