হাই, সবাই কেসন আছেন। আা করি সবাই ভাল আছেন। আপনাদের অর্শিবাদে আমিও ভাল আছি। আজ YouCam Makeup নিয়ে হাজির হলাম অ্যান্ডোয়েড ইউজারদের জন্য । দারুন একটি অ্যাপস এর দ্বারা আপনি আপনার ছবিকে রাঙিয়ে তুলুন বিভিন্ন স্টাইলে।
মিডিয়াফায়ার লিংক। ডাইনলোড শেষে ইনষ্টল শেষ করুন এবং ওপেন করুন।
পূর্বের তোলা ছবিতে কাজ করতে চাইলে Photo Makeup এ ক্লিক করে ছবি এনে কাজ করুন।
ছবি তুলে কাজ করতে চাইলে Makeup Cam এ ক্লিক করে ছবি তুলে কাজ করুন।
2 য় চিত্রে নিচে LOOKS & MAKEUP লেখা আছে।
চিত্রে প্রদর্শিত LOOKS ক্লিক করলে উপরে চিত্রউল্লিখিত 6 ছবি জাবে ড্রাক করে দেখবেন আরো ছোট ছোট ছবি আছে। ঐ ছবিকে ক্লিক করলে আপনার ছবির ঠিক ঐ ছবির মতই হবে।
চিত্র - 3 দেখে নিন নিচ কিছু চোখ, চোখের পিসি, চোখের মনি দেখা যাচ্ছে। যদি চোখে ক্লিক করেন তো চোখের কালার (ঠিক যেমন ছবিতে আছে) চেঞ্জ হবে। চোথের মনি চেঞ্জ করতে চাইলে চোখের মনিতে ক্লিক করুন (চিত্রের নিচে যে মনি দেখা যায়) এই রকম অনেক কার করতে পারবেন।
চিত্র - 4 এখান থেকে আপিন ক্যাপ, চশমা, চুলের ষ্টাইল চেঞ্জ করতে পারবেন।
দাদারা আজ আর লিখব না। সবাই ভাল থাকবেন। () ভূলত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন + কিভাবে ভুল সংশোধন করব তা জানাবেন।
আমি মিলন বাড়ৈ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 124 টি টিউন ও 130 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 17 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।
আমি মিলন , বরিশাল জেলায় আমার জন্ম । প্রযুক্তিকে ভালবাসি, জানতে চাই, জানাতে চাই ।