[Android] আপনি কেন বাদ যাবেন? এখনি নিয়ে নিন সবচেয়ে সুন্দর ও ফিচার যুক্ত মিউজিক প্লেয়ার।

সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম।
আশা করি সবাই ভাল আছেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের টিউন শুরু করছি। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি এমন একটি অ্যাপ যা আপনাকে চমকে দেবার জন্য যথেষ্ট আপনি যদি একবার এই অ্যাপ ইউজ করেন তবে ভুলে যাবেন সকল মিউজিক প্লেয়ারকে। তো চলুন আগে অ্যাপ টার সম্পর্কে জেনে নেই।

অ্যাপ এর নামঃ Music Player Classic.

সাইজঃ ৬ এমবি।

ফিচারঃ
সম্পুর্ন মেটারিয়াল ডিজাইনের এই অ্যাপ টির আছে চমৎকার ইন্টারফেস যা একটি হার্ড ইউজারকেও মুগ্ধ করে দিবে। আছে স্টাইলিশ থিম যা দিবে এক অসাধারণ লুক। আর যদি স্কিন ব্যবহার করেন তবে তো আপনার মিউজিক শোনার ধ্যান ধারনাই পালটে যাবে। ভুলে যাবেন অন্য সকল মিউজিক প্লেয়ার। ইকুইলেজার, ফেভারিট সং লিস্ট সহ নানান ধরনের আধুনিক ফিচার তো আছেই। আর স্লিপিং মোড আর এক অসাধারণ ফিচার। আমার সবচেয়ে ভাল লেগেছে এর স্কিন, এক অসাধারন ফিলিংস।
স্ক্রিনশট গুলো আমার নিজের ফোন থেকে নেয়া। নিচে স্ক্রিনশট দেয়া হল।



ডাউনলোড লিংক টিউমেন্টে দেয়া হল।

[ লিংকে ক্লিক করে Free Download এ ক্লিক করুন। তারপর ক্যাপচা সংখ্যা দিন, টাইমার অনুযায়ী অপেক্ষা করুন এবং শেষ হলে Create Download Link এ ক্লিক করে ডাউনলোড করুন। UC, Chrome, Firefox, বা সেটের ডিফল্ট ব্রাউজার ব্যবহার করুন]
সবাই ভাল থাকুন সুস্থ থাকুন।

Level 2

আমি হ্যালো ওয়ার্ল্ড। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 33 টি টিউন ও 66 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 24 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

একজন প্রযুক্তিপ্রেমিক। প্রযুক্তি সম্পর্কে জ্ঞান কম থাকলেও জানার আগ্রহ কম নেই। নিজে জানতে চেষ্টা করি এবং যেটুকু জানি তা অন্যকে জানাতে সর্বোচ্চ চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

music player : http://minix.ml/mpc

হাতি ঘোড়া গেল তল , মশা বলে কত জল।