সুপ্রিয় টেকটিউনস বাসী,
সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম।
আশা করি সবাই ভাল আছেন। আজকে আমার টিউন একটা অ্যাপ নিয়ে। যেটা আপনার ফোনকে করবে আরো স্মার্ট। একটা অন্য রকম ইন্টারনেট স্পিড মিটার। চলুন অ্যাপ টা সম্পর্কে জানিঃ
নামঃ Floating Network Speed Monitor Pro.
ধরনঃ পেইড।
সাইজঃ ৩০০ কেবি প্রায়। ফিচারঃ এই অ্যাপ টি অসাধারন অ্যাপ। এর স্পিড মিটার ফ্লোটিং ভাবে ভেসে থাকে, স্টাটাস বারে সীমা বদ্ধ থাকে না। ইচ্ছা মত বিভিন্ন যায়গা নিয়ে যাওয়া যায়। লেখার কালার সাইজ ইত্যাদি পরিবর্তন করা যায়। তাছাড়া কাস্টোমাইজ করে আপনার ইচ্ছা মত স্টাইল করে নেওয়া যায়। যাদের স্টাটাস বার সব সময় ফুল থাকে তারা এই অ্যাপ ব্যবহার করে আরামসে ইন্টারনেট স্পিড মিটার চালাতে পারেন। ফোনের সাথে কম্পাটিবল। তাই ইন্টারনেট স্পিড কিংবা ফোনের কোনটারই স্পিড কম করবে না। স্মুথলি চালাতে পারবেন। যেহেতু পেইড অ্যাপ তাই এর মাঝে কোন এড পাবেন না।
স্ক্রিনশটঃ
যদি ভাল লাগে তবে টিউমেন্টে দেয়া লিংক থেকে ডাউনলোড করে নিন। সবাই ভাল থাকুন সুস্থ থাকুন, আর টেকটিউনসের সাথেই থাকুন।
আমি হ্যালো ওয়ার্ল্ড। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 33 টি টিউন ও 66 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 24 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
একজন প্রযুক্তিপ্রেমিক। প্রযুক্তি সম্পর্কে জ্ঞান কম থাকলেও জানার আগ্রহ কম নেই। নিজে জানতে চেষ্টা করি এবং যেটুকু জানি তা অন্যকে জানাতে সর্বোচ্চ চেষ্টা করি।
Download Link; http://minix.ml/fnm
ডাউনলোড করতে প্রথমে লিংকে ক্লিক করে যে পেজ আসবে সেখানে Free Download এ ক্লিক করুন। তারপর Captcha সংখ্যা দিয়ে ওয়েট করুন Timer শেষ হলে Create Download Link এ ক্লিক করে ডাউনলোড করে ফেলুন।