খুব সহজে ইউটিউবের সকল কাজ করুন এখন অ্যানড্রয়েড মোবাইলে (সাথে বোনাস “নিউ ইয়ার লাইভ ওয়ালপেপার)

অাসসালামু আলাইকুম,
সুপ্রিয় টেকটিউনসের বন্ধুরা সবাই কেমন অাছেন। অাশাকরি ভালো অাছেন, অামিও ভালো। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। অাশাকরি সবাই নতুন বছরটি ভালোভাবেই সেলিব্রেট করছেন। বন্ধুরা অামার অাজকের টিউনের বিষয় হচ্ছে কিভাবে অাপনি ইউটিউব চ্যানেলের সকল কাজ করতে পারবেন মোবাইল দিয়ে। অামারর অাজকের টিউনের সাথে বোনাস হিসেবে থাকছে একটি "New Year 2017" লাইভ ওয়ালপেপার।

সাধারনত অামরা ইউটিউব চ্যানেলের কাজগুলো কম্পিউটার দিয়ে করে থাকি। কিন্তু অামদের মধ্যে যাদের কম্পিউটার নেই তারা মোবাইল দিয়ে কাজ করি। মোবাইল দিয়ে কাজ করতে অামাদেরকে ব্রাউসারে ডেস্কটপ ভার্সন একটিব করততে হয়। কিন্তু এই ডেস্কটপ ভার্সন মোবাইলে স্লো কাজ করে। যার ফলে তাড়াতাড়ি কোন কাজ করা যায় না। তাই অাজ নিয়ে অাসলাম সমস্যার সমাধান। প্লে স্টোর থেকে "Youtube creator studio" অ্যাপসটি ডাউনলোড করে নিন। অামি নিচে লিংক দিয়ে দিচ্ছি। ডাউনলোড করে বাম দিকে মেনুতে ক্লিক করে অাপনার চ্যানেলের জিমেইলটি কানেক্ট করুন। এই অ্যাপসটি এবং লাইভ ওয়ালপেপারটির সুবিধা নিয়ে অামি একটি ভিডিও তৈরি করেছি। ভিডিও দেখে "Youtube creator studio" র কাজগুলো সহজেই বুঝতে পারবেন এবং লাইভ ওয়ালপেপারটির সৌন্দর্য দেখতে পারবেন।

→↓"Youtube creator studio" ডাউনলোড লিংক ←↓অ্যাপসটিতে যেসব সুবিধা পাওয়া যাবে:

  • ১. অাপনার ভিডিওর ভিউ দেখতে পারবেন।
  • ২. সাবসক্রাইবার দেখতে পারবেন।
  • ৩. ভিডিও থেকে কত টাকা অায় হল তা দেখতে পারবেন।
  • ৪. ভিডিওর ডেস্ক্রিপশন এডিট করতে পারবেন এবং ট্যাগ যুক্ত করতে পারবেন।
  • ৫. ভিডিওর ক্যাটাগরি পরিবর্তন করতে পারবেন।
  • ৬. মনিটাইজেশন বন্ধ এবং খুলতে পারবেন

→ এছাড়া আরও অনেক কিছুই করতে পারবেন। আপনি নিজেই ইনস্টল করে দেখে নিন।

→↑বোনাস লাইব ওয়ালপেপারটির লিংক←↓

→↓ টিউন ভালো লাগলে শেয়ার করুন
→↓ ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবসক্রাইব করুন
→↓ সমস্যা হলে কিংবা কোন কিছু জানতে চাইলে টিউমেন্ট করুন

ভালো থাকুন, সুস্থ থাকুন অার টেকটিউনসের সাথেই থাকুন

Level 0

আমি নিজাম উদ্দিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস