আসসালামু আলাইকুম,
সবাই কেমন আছেন ? আশা করি সবাই ভালো আছেন ? অনেকেই হয়তো প্রযুক্তি নিয়ে ভালোই আছেন, বা প্রযুক্তির সন্ধানে আছেন। আমিও নতুন নতুন প্রযক্তি জানতে এবং জানাতে ভালোই বাসি। যাই হোক আমি আবার বেশি কথা বলি। এখন কাজের কথায় আসি।
আজকে আমি আপনাদের কে শিখবো কিভাবে ফ্রি তে এন্ড্রোইড এপপ্স বানাবেন, কি অবাক লাগছে ? হুম ভাই যারা জানেন না তাদের অবাক লাগার ই কথা। কারণ ফ্রি তে এন্ড্রোইড এপপ্স কিভাবে ?? তাও আবার কোনো ধরণের প্রোগ্রামিং ছাড়াই এবং ৫ মিনিটের মধ্যে এন্ড্রোইড এপপ্স বানাতে পারবেন। এখন কথা হলো ৫ মিনিটে কোনো প্রোগ্রামিং ছাড়াই এপপ্স বানাবো সেটা কি আমি ব্যবহার করতে পারবো ? হ্যা ভাই ব্যবহার করতে
সব ধরনের এপপ্স আপনারা বানাতে পারবেন।আলাদা আলাদা ক্যাটাগরি দিয়েও এপপ্স বানাতে পারবেন এবং সেটি যেকোনো এন্ড্রোইড ফোনে ব্যবহার করা যাবে।
নরমালি আপনারা আপনাদের এন্ড্রোইড আপস যে ভাবে ব্যবহার করেন সেই ভাবেই করতে পারবেন। এখনো কথা হলো কিভাবে এন্ড্রোইড আপস বানাবো ? ভাই আমি যদি লিখে আপনাদের বুঝাতে যাই,তাহলে কিছুই পাবেন না। কারণ ওই গুলা লিখে বুজানো কঠিন হয়ে পড়বে। তাই আমি আপনাদের জন্য টিউটোরিয়াল বানালাম। আশা করি সবাই বুঝতে পারবেবন।
https://www.youtube.com/watch?v=IvqKB5mirD0
বিঃ দ্রঃ বুজতে প্রব্লেম হলে টিউমেন্ট করেন। আমার আগের টিউন টি দেখতে পারেন।
অ্যান্ড্রয়েড এর যেকোনো Paid Apps ফ্রিতে ডাউনলোড করে নিন !!
আরো নতুন নতুন টিপস পেতে Techtunes এর সাথেই থাকুন
ধন্যবাদ সবাইকে। পারবেন।
আমি টেক খোর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 41 টি টিউন ও 19 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।