আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভাল আছেন। আমিও ভালই আছি।
কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মূল কা্জ আর সেটা হলো কিভাবে এন্ড্রয়েডের MX প্লেয়ারে সব ধরনের ভিডিও প্লে করা যায়।
সাধারনত আমরা সবাই মোটামুটি জানি যে কিভাবে আনসাপোর্টেড ফরমেটের ভিডিও চালানো যায় বা কিভাবে আনসাপোর্টেড ফাইলের এক্সটেনশন MX প্লেয়ারে যোগ করতে হয় কিন্তু সমস্যা লাগে হল AC3 codec অডিও ফরমেট যুক্ত ভিডিও নিয়ে, এই ধরনের ভিডিও ফাইলের অডিও চলেনা যদিও ভিডিও ঠিক ই দেখা যায়।
তাই আসুন দেখে নেই কিভাবে কি করবেন। প্রথমে এই লিংক থেকে ফাইল টা ডাউনলোড করে এক্সট্রাক্ট কর নিন, তারপর MX প্লেয়ারের সেতিং থেকে কোডেক টি লোড করে MX প্লেয়ার টি রিস্টার্ট করুন মানে ক্লোজ করে আবার ওপেন করুন এবার দেখুন AC3 এর বাপ ও চল্বে।বিশ্বাস নাহলে চেষ্টা করেই দেখুন।
বুঝতে সমস্যা হলে আমাদের চ্যানেলের আপলোড করা এই ভিডিও টিউটোরিয়াল টি দেখেও করতে পারেন। আর ভিডিও ভাল
লাগলে দয়া করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারন কেও ভাল খারাপ কিছু বাদে যা কিছুই করতে চায়না কেন তাকে প্রেরনা দেওয়া উচিত।
ধন্যবাদ সবাইকে সমস নষ্ট করে আমার লেখা পড়ার জন্য। আমাদের ফেসবুক পেজে ঘুরে আসার আমন্ত্রন রইল,
আমাদের ফেসবুক পেজ BD DROID LOVERS
আমি সোহেল রানা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
i'm Sohel Rana Jasim(SRJ). i'm studying physics at university of dhaka. please pray for me so that i can fulfill the expectation of my ma and baba.
টেকটিউনস থেকে আপনার টিউনের নীতিমালা ভঙ্গের বিষয় সংশোধন করে দেওয়া হলো। আপনার টিউনটি লক্ষ করুন এবং খেয়াল করুন কোন কোন বিষয় সম্পাদনার মাধ্যমে আপনার টিউনটিকে টেকটিউনস নীতিমালার অধীনে নিয়ে আসা হয়েছে। আপনার পরবর্তী সকল টিউনে টেকটিউনস নীতিমালা মেনে চলার জন্য অনুরোধ করা হল।
টেকটিউনস দ্বারা সংশোধিত অংশ পুনরায় পরিবর্তন করে আবার নীতিমালার ভঙ্গের বিষয় অন্তর্ভুক্ত করা হলে এবং আপনার পরবর্তী টিউনে এ বিষয়ের পুনরাবৃত্তি হলে পুনরায় কোন প্রকার সতর্ক বিজ্ঞপ্তি না দিয়েই টিউন অপসারণ/মুছে ফেলা এবং বারংবার নীতিমালা ভঙ্গের জন্য টিউনারশীপ সাময়িক বা স্থায়ি ভাবে বরখাস্ত করা হতে পারে।