আপনার কি ডাউনলোড করতে সমস্যা হয়, ফ্রি নেট চালানোর সময় স্পিড কম, ইউটিউব বা স্ট্রিমিং করতে পারছেন না। নিন সব সমস্যার সমাধান।

সবাইকে সালাম জানাই,

সুপ্রিয় টেকটিউনস বাসী, আশা করি সবাই ভাল আছেন।

এন্ড্রয়েড দিয়ে জিপি ফ্রি নেট চালাতে এই টিউন দেখুন।

ইন্টারনেট ডাটার মুল্য বেশি বলেই ফ্রি নেটের এত চিন্তা।

কিন্তু এর ঝামেলাও কম নয়। তার চেয়ে বেশি হচ্ছে স্পিড কম।

আবার ডাউনলোড করা তো স্বপ্নের মতো।

কিছু কিছু পিপিডি সাইট আছে যেখান থেকে ডাউনলোড করতে তো বিশ্বযুদ্ধ করতে হয়।

আর ফ্রি নেট দিয়ে ইউটিউব বা প্লে ষ্টোর  তো ভাবাই যায় না।

★★★★কিন্তু এবার সব পারবেন।

এই একটি মাত্র ব্রাউজার দিবে আপনার চিন্তাকে দূর করে।

নামঃ Puffin Browser Pro.

সাইজঃ ২৫ এমবি।

কিছু ফিচারঃ

  • সুপার স্পিড। আপনি ভাবতেও পারবেন না যে এত স্পিডে ওয়েব সাইটে ঢুকা যায়। তাও আবার ডেস্কটপ ভার্শন।
  • আছে ফ্লাশ প্লেয়ার যার মাধ্যমে পাবেন পিসির মজা, বিশেষ করে ইউটিউব বা স্ট্রিমিং সাইটের ক্ষেত্রে।
  • আওসাম ডাউনলোড স্পিড। আমি বাজি রেখে বলে দিতে পারি এত স্পিড ইঊছি ব্রাউজার ও দিতে পারবেনা।
  • ক্লাউড ডাউনলোড।  ফিচারের একমাত্র অধিপতি ছিল ইউছি। কিন্তু সরকার ব্লক করে দেয়। এখন এই সুবিধা দিচ্ছে এই ব্রাউজার।
  • থিম, ক্লাউড প্রটেকশন,  ডোন্ট ট্রাক মি  সুবিধা ইত্যাদি অগুনতি ফিচার আছে।
  • এর দ্বারা যেকোন ভিপিএন এর স্পিড হ্যাক করে চালাতে পারবেন।

তাই দেরি না করে এখুনি ডাউনলোড করে নিন টিউমেন্টে দেয়া লিংক থেকে।

Level 2

আমি হ্যালো ওয়ার্ল্ড। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 33 টি টিউন ও 66 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 24 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

একজন প্রযুক্তিপ্রেমিক। প্রযুক্তি সম্পর্কে জ্ঞান কম থাকলেও জানার আগ্রহ কম নেই। নিজে জানতে চেষ্টা করি এবং যেটুকু জানি তা অন্যকে জানাতে সর্বোচ্চ চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

But kon sim diye free net? tricks ta ki? way ta ki ? kichui bollen na

    Level 2

    আমার আগের টিউন দেখেন।