সবাইকে সালাম জানাই,
সুপ্রিয় টেকটিউনস বাসী, আশা করি সবাই ভাল আছেন।
এন্ড্রয়েড দিয়ে জিপি ফ্রি নেট চালাতে এই টিউন দেখুন।
ইন্টারনেট ডাটার মুল্য বেশি বলেই ফ্রি নেটের এত চিন্তা।
কিন্তু এর ঝামেলাও কম নয়। তার চেয়ে বেশি হচ্ছে স্পিড কম।
আবার ডাউনলোড করা তো স্বপ্নের মতো।
কিছু কিছু পিপিডি সাইট আছে যেখান থেকে ডাউনলোড করতে তো বিশ্বযুদ্ধ করতে হয়।
আর ফ্রি নেট দিয়ে ইউটিউব বা প্লে ষ্টোর তো ভাবাই যায় না।
★★★★কিন্তু এবার সব পারবেন।
এই একটি মাত্র ব্রাউজার দিবে আপনার চিন্তাকে দূর করে।
নামঃ Puffin Browser Pro.
সাইজঃ ২৫ এমবি।
কিছু ফিচারঃ
তাই দেরি না করে এখুনি ডাউনলোড করে নিন টিউমেন্টে দেয়া লিংক থেকে।
আমি হ্যালো ওয়ার্ল্ড। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 33 টি টিউন ও 66 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 24 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
একজন প্রযুক্তিপ্রেমিক। প্রযুক্তি সম্পর্কে জ্ঞান কম থাকলেও জানার আগ্রহ কম নেই। নিজে জানতে চেষ্টা করি এবং যেটুকু জানি তা অন্যকে জানাতে সর্বোচ্চ চেষ্টা করি।
Puffin Pro: http://minix.ml/puffin