অ্যানড্রয়েড এর সেরা দুটি ভিডিও এডিটর [ এক্ষুনি নিয়ে নিন ]

অাসসালামু আলাইকুম,
বন্ধুরা সবাই কেমন অাছেন। অাশাকরি ভালো অাছেন, অামিও ভালো। সবাইকে ঠান্ডা ঠান্ডা দিনোর শুভেচ্ছা। কয়েকদিন ধরে শীত একটু বেশি পড়েছে। সবাই নিশ্চয়ই শীতকে উপভোগ করছেন।

অাজকে অামি অ্যানড্রয়েড এর সেরা দুটি ভিডিও এডিটর নিয়ে অালোচনা করবো। অ্যানড্রয়েড মোবাইলে ভিডিও এডিট করতে অামরা অনেক অ্যাপস ব্যবহার করে থাকি। তবে অামার দেখা এই দুটি ভিডিও এডিটরই সবচেয়ে সেরা। অনেকগুলো ভিডিও এডিটর ব্যবহার করে অামার কাছে মনে হয়েছে এই ভিডিও এডিটরগুলো সবচেয়ে বেশি কাজ করে।
অামি অামার ইউটিউব ভিডিও তৈরি করাসহ প্রায় সকল কাজই এই দুটিটি অ্যাপস দিয়ে করা সম্ভব বলে মনে করি।

অ্যানড্রয়েড এর সেরা দুটি ভিডিও এডিটরঃ

১. কাইনমাস্টার (Kinemaster)

কাইনমাস্টার এর সুবিধা সমুহঃ
→ ভিডিও কাট করা যায়
→ পুরো ভিডিওকে ফ্রেমের ভেতর ঢুকানো যায়
→ ইউটিউবের "ইন্ট্রো" এবং "আউট্রো" ভিডিও তৈরি করা যায়
→ ভিডিও তে "ফটো" এমনকি ভিডিওর লেয়ার ব্যবহার করা যায়
→ এনিমেটেড এফেক্ট ব্যবহার করা যায়
→ "ক্রোমা কি" ব্যবহারের মাধ্যমে ভিডিওর ব্যাকগ্রাউন্ড কেটে ফেলা যায়
→ এমাজিং ট্রান্সনিশন ব্যবহার করা যাবে।
→ প্রেজেন্টেশন তৈরিতে ব্যবহার করা সহজ।
এছাড়া আরো অনেক সুবিধা রয়েছে এজন্য অামি "কাইনমাস্টারকে" অ্যানড্রয়েড এর নাম্বার ওয়ান ভিডিও এডিটর হিসেবো সাজেস্ট করেছি

↓→ কাইনমাস্টার ডাউনলোড লিংক

২. ভিডিও শো (Videoshow)

ভিডিও শো এর সুবিধা সমুহঃ

→ ভিডিও কাটা যাবে
→ "মাল্টিপোল কাট" ব্যবহার করে ভিডিওর বিভিন্ন অংশ টুকরো টুকরো করা যাবে।
→ ভিডিওতে "জিফ" ফাইল যুক্ত করতে পারবেন, যার ফলে এনিমেটেড এফেক্ট দেখানো যাবে ভিডিওর মধ্যে
→ "ফটো মোবি" তৈরি করা যাবে।
→ বিভিন্ন ধরনের টেক্সট এফেক্ট ব্যবহার করা যাবে।
→ ভিডিও তৈরিতে অসম্ভব সুন্দর থিম পাওয়া যায়।
→ নানা ধরনের ট্রানসনিশন এফেক্ট ব্যবহার করা যাবে।
এছাড়া আরো নানা ধরনের সুবিধা থাকায় আমি ভিডিও শো কে অ্যানড্রয়েড এর দ্বিতীয় ভালো ভিডিও এডিটর হিসেবে সাজেস্ট করবো।

↓→ ভিডিও শো ডাউনলোড লিংক

আশাকরি অাপনারা সবাই দুটি ভিডিও এডিটর ববহার করবেন। জীবনকে উপভোগ করুন নিজের এডিট করা ভিডিওর সাথে। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অার নিজের খেয়াল রাখুন।

Level 0

আমি নিজাম উদ্দিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস