অাপনি কি HTML,CSS শিখতে চান? এন্ড্রয়েড ফোন দিয়ে? তাহলে এইদিকে অাসুন

অাচ্ছালামুঅালাইকুম
সবাই কেমন অাছেন?

অামার অাজকের টিউনটি হল Education App নিয়ে, এন্ড্রয়েড এর জন্য।
তো চলুন শুরু করা যাক……

অামরাতো সবাই কমবেশি ওয়েব সাইট ব্রাওজ করি,
এইযে অাপনি অামার লেখা পড়তেছেন এটাও কিন্তু
ওয়েবসাইট ব্রাওজ করে।
কিন্তু এই ওয়েবসাইট কিভাবে হয়? এটা প্রোগ্রামিং করে করতে হয়,একজন ওয়েব ডেভেলবার হতে গেলে অাগে HTML শিখতে হবে।

HTML কি?

HTML একটা কম্পিউটার ল্যাঙ্গুয়েজ, যা পৃথিবীর বিশাল তথ্য-ভান্ডারকে ইন্টারনেটের মাধ্যমে প্রদর্শনের সুযোগ তৈরি করে দিয়েছে। একটা ওয়েব পেজের মূল গঠন তৈরি হয় HTML দিয়ে। HTML কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়, একে Hyper Text Mark Up Language বলা হয়। Mark Up Language এক সেট Mark Up ট্যাগের সমন্বয়ে গঠিত হয়। একটা ওয়েব পেজের বিভিন্ন অংশ ব্রাউজারের মাধ্যমে কিভাবে প্রদর্শিত হবে, তা HTML এ Mark Up ট্যাগ সমূহ ব্যবহার করে প্রকাশ করা হয়।

অার অাজকের টিউনটি "HTML শিখুন" এবং "CSS শিখুন" নামের দুটি অ্যাপ নিয়ে

"HTMLশিখুন" অ্যাপটির ডেসক্রিপশনে যা বলা হয়েছে…

“HTML শিখুন” অ্যাপ্লিকেশন একটি শিক্ষা মুলুক অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশানটি দিয়ে আপনি খুব সহজে HTML শিখতে পারবেন। এই অ্যাপ্লিকেশনটিতে টিউটোরিয়াল এর পাশাপাশি কোড এডিটর সংযোক করা হয়েছে। তাছাড়া এই অ্যাপ্লিকেশনটিতে সকল TAG ও Symbol এবং এর সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া হয়েছে।
 টিউটোরিয়াল
 এডিটর
 ব্রাউজার
 এইচ টি এম এল ট্যাগ
 এইচ টি এম এল প্রতীক

এবার CSS এর কথায় অাসি…
CSS শিখতে হলে প্রথমে আপনাকে HTML জানতে হবে।
CSS কি?
CSS পূর্ন রূপ হচ্ছে Cascading Style Sheets। এটি ওয়েব ডিজাইনের একটি জনপ্রিয় ল্যাঙ্গুয়েজ। আমরা যদি একটি ভালো মানের ওয়েব সাইট তৈরি করতে চাই, তাহলে দরকার সিএসএস।
এইচটিএমল ডকুমেন্টের যেকোন এলিমেন্টকে স্টাইলিং বা একটা রুপ দিতে সিএসএস ব্যবহার হয়।
এইচটিএমল ডকুমেন্টের যেকোন এলিমেন্টকে স্টাইলিং বা একটা রুপ দিতে সিএসএস ব্যবহারহয়। একটা প্যারাগ্রাফ(<p></p>) বা হেডিং (<h1></h1>) বা যেকোন এলিমেন্টকে ধরুন রং করতে চান, ফন্ট বড় ছোট করতে হবে, অবস্থান একদিক থেকে অন্যদিকে নিতে হবে,ব্যাকগ্রাউন্ড রং বদলাতে হবে এরুপ শত ধরনের স্টাইল পরিবর্তন সিএসএস দিয়ে করা হয়।

"CSS শিখুন" অ্যাপটির ডেসক্রিপশনে যা বলা হয়েছে…


“CSS শিখুন” অ্যাপ্লিকেশন একটি শিক্ষা মুলুক অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশানটি দিয়ে আপনি খুব সহজে CSS শিখতে পারবেন। এই অ্যাপ্লিকেশনটিতে টিউটোরিয়াল এর পাশাপাশি কোড এডিটর সংযোক করা হয়েছে।
 টিউটোরিয়াল
 এডিটর
 ব্রাউজার
 কালার পিকার

দুটি অ্যাপ একই ডেভেলপার ডেভেলপিং করছেন।
জিপ ফাইল ডাওনলোড লিংক: HTML & CSS শিখুন.zip

Level 1

আমি শরিফু্ল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

টেকটিউনস থেকে আপনার টিউনের নীতিমালা ভঙ্গের বিষয় সংশোধন করে দেওয়া হলো। আপনার টিউনটি লক্ষ করুন এবং খেয়াল করুন কোন কোন বিষয় সম্পাদনার মাধ্যমে আপনার টিউনটিকে টেকটিউনস নীতিমালার অধীনে নিয়ে আসা হয়েছে। আপনার পরবর্তী সকল টিউনে টেকটিউনস নীতিমালা মেনে চলার জন্য অনুরোধ করা হল।

টেকটিউনস দ্বারা সংশোধিত অংশ পুনরায় পরিবর্তন করে আবার নীতিমালার ভঙ্গের বিষয় অন্তর্ভুক্ত করা হলে এবং আপনার পরবর্তী টিউনে এ বিষয়ের পুনরাবৃত্তি হলে পুনরায় কোন প্রকার সতর্ক বিজ্ঞপ্তি না দিয়েই টিউন অপসারণ/মুছে ফেলা এবং বারংবার নীতিমালা ভঙ্গের জন্য টিউনারশীপ সাময়িক বা স্থায়ি ভাবে বরখাস্ত করা হতে পারে।

ধন্যবাদ শেয়ার করার জন্য।

ধন্যবাদ টিউনটি সেয়ার করার জন্য।