খুব সহজেই রুট করুন অ্যান্ড্রয়েড ফোন [৯৮% মোবাইলে কার্যকর]

অাসসালামু অালাইকুম,
বন্ধুরা সবাইকে টেকটিউনসের পক্ষ থেকে অান্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। অাশাকরি সবাই ভালো অাছেন। টেকটিউনসের সাথে থাকলে অবশ্যই ভালো থাকবেন।
আজকে অামার আলোচ্য বিষয় হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন কিভাবে রুট করতে হয়। অ্যানড্রয়েড ফোন রুট করলে অাপনি কিছু বাড়তি সুবিধা পাবেন। এজন্য একজন রুট অ্যানড্রয়েড ডিভাইস ব্যবহারকারীকে "সুপার ইউজার" বলা হয়ে থাকে। রুট করলে অাপনি কিছু বাড়তি সুবিধা পাবেন। রুট করা হলে অাপনার ফোনের কিছু নিরাপত্তা ব্যবস্থা ভেঙ্গে অাপনার ইচ্ছামতো মডিফাই করতে পারবেন। যার ফলে অাপনি স্ট্যাটাস বার, ব্যাটারি সেবার, অ্যালিকেশন ফোর্স স্টপ সহ মোবাইলের যেকোনো ডিফল্ট অ্যাপস ডিলিট করতে পারবেন। ব্যবহার করতে পারবেন রুট পারমিশন প্রয়োজন এমন অ্যাপস। অর্থাৎ আপনি রুট করলে অাপনার মোবাইলকে অাপনার ইচ্ছামতো কাস্টমাইজ করে ব্যবহার করতে পারবেন।
রুট করতে অাপনার শুধুমাত্র একটি অ্যাপস এর প্রয়োজন। এই অ্যাপস দ্বারা মাত্র একটা ক্লিকেই অাপনি অাপনার ফোন রুট করতে পারবেন।

★ অাপনাদের সুবিধার জন্য অামি অ্যানড্রয়েড রুট নিয়ে একটি ইউটিউব ভিডিও তৈরি করেছি। লেখা পড়ে অনেকেই সবকটি প্রসেস সঠিকভাবে সম্পন্ন করতে পারবেন না। ভিডিও দেখলে হাতে কলমে প্রসেসটা সম্পন্ন করতে পারবেন। ভালো লাগলে অামার চ্যানেলটি সাবসক্রাইব করবেন।

https://youtu.be/RfeRADvIU24

অ্যাপসের ডাউনলোড লিংক

→ রুট করতে হলে অাপনাকে অবশ্যই ডাটা কানেকশন চালু রাখতে হবে।

→ কানেকশন চালু রেখে " ক্লিক টু রুট " এ ক্লিক করুন।

→ কিছুক্ষন অপেক্ষা করুন ১০০% প্রসেস হবে।

→ ১০০% প্রসেস হবার পরে অাপনি রুট চেকার ডাউনলোড করে অাপনার ফোন রুট হয়েছে কিনা যাচাই করে নিন।

↓↓রুট চেকার ডাউনলোড লিংক↓↓

অাপনি রুট চেকার ইনস্টল করার পর চেক করে দেখতে পারবেন অাপনার ফোন রুট হয়েছে কিনা। অাগামীতে অারো একটি টিউন করবো যেখানে রুট করে অাপনি কোন কোন সুবিধা পাবেন এবং কোন কোন অ্যাপস ব্যবহার করবেন তা নিয়ে অালোচনা করবো।

বিদ্রঃ রুট করলে অাপনার ফোনের ওয়ারেন্টি চলে যাবে অথবা ফোন ব্রিকড হলে অামি কিংবা টেকটিউনস দায়ি থাকবো না।

অাবারো সবাইকে ধন্যবাদ জানিয়ে অামার অাজকের টিউন এখানেই শেষ করছি। আমি পরবর্তীতে রুটের সঠিক ব্যবহার এবং কিছু রুট অ্যাপস নিয়ে অালোচনা করবো। ততক্ষন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর টেকটিউনসের সাথেই থাকুন।

Level 0

আমি নিজাম উদ্দিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

২% গেলো কই???

    এটা শতকরা ৯৮% মোবাইলে কাজ করে। তবে অল্প কিছু ডিভাইস আছে যেগুলোতে এটা কাজ করে না। তই ২% কম।

আপনাকে ধন্যবাদ।